প্রিয়াঙ্কার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ বিজেপির

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-14 23:16:31

ভারতের বিরোধী দল কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ এনেছে বিজেপি।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ বিষয়ে পদ্মশিবিরের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে।

এক্ষেত্রে বিজেপির দাবি, ভোটের তারিখ ঘোষণার পরেও মধ্যপ্রদেশের মান্ডলায় গিয়ে স্কুলের শিক্ষার্থীদের মাসিক বৃত্তি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন প্রিয়াঙ্কা।

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পাশাপাশি কংগ্রেস শাসিত ছত্তীসগড়ের জন্যও প্রিয়াঙ্কা ওই বৃত্তি কর্মসূচির প্রতিশ্রুতি দেন। বিজেপির দাবি, প্রিয়াঙ্কার ওই ঘোষণা ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের পরিপন্থী।

মধ্যপ্রদেশ বিজেপির আইন সেলের নেতা পঙ্কজ ওয়াধওয়ানি শনিবার (১৪ অক্টোবর) বলেন, ‘১২ অক্টোবর মান্ডলার সভায় প্রিয়াঙ্কা প্রথম থেকে দ্বাদশ শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ৫০০ থেকে ১,৫০০ টাকা বৃত্তি দেওয়ার কথা ঘোষণা করেন। আদর্শ নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটের তারিখ ঘোষণার পরে কোনও রকম আর্থিক প্রলোভন দেখানো যাবে না। কিন্তু, প্রিয়াঙ্কা সেই কাজটি করেছেন। তাই আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি।’

গত ৯ অক্টোবর নির্বাচন কমিশন ঘোষণা করেছে ২৩০ আসনের মধ্যপ্রদেশে এক দফায় ভোটগ্রহণ হবে আগামী ১৭ নভেম্বর। ভোট গণনা হবে ছত্তীসগড়, রাজস্থান, তেলঙ্গানা, মিজোরামের সঙ্গে আগামী ৩ ডিসেম্বর।

২০১৮ সালের বিধানসভা ভোটে জিতে মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতা দখল করলেও দেড় বছরের মাথাতেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সাহায্যে দুই ডজন বিধায়ক ভাগিয়ে মুখ্যমন্ত্রী কমল নাথের সরকারের পতন ঘটিয়েছিল বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছিলেন শিবরাজ সিং চৌহান।

এবার একাধিক জনমত জরিপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, কংগ্রেস নিরঙ্কুশ গরিষ্ঠতা পেতে পারে ওই রাজ্যে।

এ সম্পর্কিত আরও খবর