ইইউ প্রধান উরসুলা ফন ডার লেইন বুধবার বলেছেন, ‘গাজায় বেসামরিক ভর্তি হাসপাতালে হামলা করার জন্য কোন অজুহাত হতে পারে না।’
এনডিটিভি জানিয়েছে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ইইউ আইন প্রণেতাদের বলেছেন, ‘গাজা হাসপাতালে রাতারাতি হামলায় অন্তত ৫০০ জন নিহত হওয়ার বিষয়ে তথ্য জোগাড় করা দরকার।’
এদিকে, ওই বিস্ফোরণের জন্য ইসরায়েল এবং ফিলিস্তিনিরা একে অপরকে অভিযুক্ত করেছে।
স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টের সামনে বক্তৃতা ভন ডের লেয়েন বলেন, ‘ওই বিস্ফোরণ রাতারাতি হাসপাতালটিকে আগুনের নরকে পরিণত করেছে। এ বিষয়ে অবশ্যই দায়িত্বশীলদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের সঙ্গে সংহতি প্রদর্শনের জন্য গত শুক্রবার ইসরায়েল সফরকারী ভন ডার লেইন ইসরায়েলের পক্ষে পক্ষপাতিত্বের জন্য ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ দ্বারা ইতিমধ্যেই সমালোচিত হয়েছেন।
এর আগে ইসরায়েলে হামাসের হামলার পর ফিলিস্তিনিদের উন্নয়ন সহায়তা প্রদান বন্ধ করার ঘোষণা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ খবর গত ৯ অক্টোবর) নিশ্চিত করে ব্রাসেলস কর্তৃপক্ষ।
ইউরোপীয় ইউনিয়নের নেবারহুড অ্যান্ড এনলারজমেন্ট কমিশনার অলিভার ভারহেলি তখন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছিলেন, ‘ইসরায়েলের জনগণের বিরুদ্ধে সন্ত্রাস ও বর্বরতার মাত্রা একটি টার্নিং পয়েন্ট। এটি কোনও স্বাভাবিক বিষয় হতে পারে না।’
ইইউ কমিশনের এক মুখপাত্র একটি বার্তায় জানিয়েছেন, ‘ফিলিস্তিনিদের সবচেয়ে বড় দাতা হিসাবে পরিচিত ইউরোপীয় কমিশন তার সম্পূর্ণ উন্নয়ন বরাদ্দ পর্যালোচনার অধীনে রেখেছে।’
অলিভার ভারহেলি বলেন, এই পদক্ষেপের অর্থ সকল অর্থ প্রদান অবিলম্বে স্থগিত করা হয়েছে। সমস্ত প্রকল্প পর্যালোচনার অধীনে রাখা হয়েছে। ২০২৩ সালের বাজেটসহ সব নতুন বাজেট প্রস্তাবগুলো পরবর্তী নোটিশ না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।’
এনডিটিভি জানিয়েছে, হামাস যোদ্ধাদের নজিরবিহীন হামলার পর ইসরায়েল ও গাজার পরিস্থিতি নিয়ে গত ১০ অক্টোবর জরুরি আলোচনায় বসেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা।
অলিভার ভারহেলি বলেন, ‘ঘৃণা, সহিংসতা এবং সন্ত্রাসের প্ররোচনা অনেকের মনকে বিষিয়ে তুলেছে। আমাদের পদক্ষেপ নেওয়া দরকার।’
ইইউ গত ফেব্রুয়ারিতে ঘোষণা করেছিল যে, সংস্থাটি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বেসামরিক কর্মচারীদের বেতন, পেনশন, চিকিৎসা পরিষেবা এবং তহবিল অবকাঠামো প্রকল্পে অর্থ প্রদানে সহায়তা করার জন্য ২০২২ বাজেট বছরের জন্য ২৯৬ মিলিয়ন ইউরো বরাদ্দ রাখছে।
ব্লকটি তখন বলেছিল যে, এটি ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১.১৭৭ বিলিয়ন ইউরো পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করবে।’
ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র জোর দিয়ে বলেছেন, ‘ইইউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হামাস বা অন্য কোনো সন্ত্রাসী সংগঠনের কার্যকলাপে অর্থায়ন করে না।’