ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেন ঋষি সুনাক

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-19 18:21:01

মধ্যপ্রাচ্যে দুই দিনের সফরে বৃহস্পতিবার ইসরায়েলে অবস্থানরত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, তিনি ইসরায়েলের নিজেকে রক্ষা করার এবং হামাসের ধ্বংস করার অধিকারকে সম্পূর্ণ সমর্থন করেন।

তার ইসরায়েল সফর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুসরণ করে আসলো, যখন বিশ্বনেতারা গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর হামাসের সঙ্গে বিরোধ বৃহত্তর অঞ্চলে ছড়িয়ে পড়া রোধ করতে তাদের প্রচেষ্টা বাড়িয়েছে।

একটি যৌথ সম্মেলনে সুনাক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেন, ‘আমি জানি আপনি হামাসের বিপরীতে বেসামরিক নাগরিকদের ক্ষতি না করার জন্য সমস্ত সতর্কতা অবলম্বন করছেন। ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’

এনডিটিভি জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, ‘আমরা স্বীকার করি ফিলিস্তিনিরাও হামাসের শিকার। কিন্তু, আমি আনন্দিত যে, আপনি মানবিক সাহায্যের জন্য পথ খুলে দিয়েছেন।’

ইসরায়েলে পৌঁছানোর পর সুনাক নেতানিয়াহুকে আরও বলেন, ‘সর্বোপরি, আমি এখানে ইসরায়েলি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে এসেছি। আপনি একটি ভয়ঙ্কর সন্ত্রাসবাদের শিকার হয়েছেন এবং আমি চাই আপনি জানুন যে, যুক্তরাজ্য এবং আমি আপনার পাশে দাঁড়িয়ে আছি।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে একটি নৃশংস ও সমন্বিত সন্ত্রাসী হামলা শুরু করার পর এই সংঘাতে প্রায় ১,৪০০ লোক নিহত হয়েছে।

গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের পরবর্তী বোমাবর্ষণ এবং গাজা অবরোধে শত শত শিশু সহ প্রায় ৩,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর