ফিলিস্তিনের সমর্থনে লন্ডনে লাখো মানুষের বিক্ষোভ

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-10-21 20:18:00

ফিলিস্তিনিদের সমর্থনে এবং গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে লন্ডনে প্রায় এক লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন।

শনিবার (২১ অক্টোবর) বিকেলে সেন্ট্রাল লন্ডনের মার্বেল আর্চে বিক্ষোভকারীরা জড়ো হোন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের হাতে ‘ফিলিস্তিনের স্বাধীনতা’ ও ‘গাজায় বোমা হামলা বন্ধ করুন’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড ছিল।

এদিকে, আজ শনিবার মিসরের রাফাহ সীমান্ত দিয়ে গাজা উপত্যকায় ঢুকেছে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ২০টি ট্রাক। এতে খাদ্য ও ওষুধ রয়েছে। গাজার বিপুলসংখ্যক জনগোষ্ঠীর জন্য মাত্র ২০ ট্রাক ত্রাণসহায়তাকে ‘মহাসাগরে এক ফোঁটা পানির’ সঙ্গে তুলনা করেছে বিভিন্ন সাহায্য সংস্থা।

দুই সপ্তাহ ধরে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় অন্তত ৪ হাজার ৩৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা অবরুদ্ধ করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অন্যদিকে হামাসের হামলায় বিদেশি নাগরিকসহ ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল।

এ সম্পর্কিত আরও খবর