ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সেখানকার একটি পোস্ট অফিসের ডিপোতে শনিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে ধ্বংসস্তূপে ঘেরা একটি ভারী ক্ষতিগ্রস্থ গুদাম এবং ইউক্রেনের পোস্টাল অপারেটর নোভা পোশতার লোগোসহ একটি পাত্র দেখা যাচ্ছে।
খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, ‘দখলকারীদের আক্রমণের ফলে ছয়জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে, যারা নোভা পোশতা টার্মিনালের ভেতরে ছিল, তারা প্রতিষ্ঠানটির কর্মচারী।’
তিনি আরও বলেন, ‘নিহতদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে। হতাহতরা বিস্ফোরণ এবং স্প্রিন্টারের আঘাতে আহত হয়েছে।’
তিনি এনডিটিভিকে আরও জানান, এ ছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জনের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর । চিকিৎসকরা তাদের বাঁচানোর জন্য লড়াই করছেন।’
আঞ্চলিক প্রসিকিউটর অফিসের মতে, খারকিভের উত্তরে বেলগোরোড অঞ্চলে রাশিয়ান বাহিনী এস-৩০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে দুটি পোস্ট অফিসের গুদামে আঘাত করেছে।
অফিসের মুখপাত্র দিমিত্রো চুবেনকো ইউক্রেনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সুসপিলনেকে বলেছেন, ‘আহত ও মৃতের সঠিক সংখ্যা নির্ধারণের জন্য ঘটনাস্থলে ধ্বংসাবশেষ বিশ্লেষণ অব্যাহত রয়েছে।’