গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী : রাশিয়া

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-29 02:19:08

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এর ফলে একটি বিপর্যয় সৃষ্টির ঝুঁকি রয়েছে, যা কয়েক দশক ধরে চলতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

আল-জাজিরা জানিয়েছে, বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টার সঙ্গে এক সাক্ষাত্কারে ল্যাভরভ বলেন, ‘আমরা সন্ত্রাসবাদের নিন্দা জানাই। তাই আমরা স্পষ্টভাবে দ্বিমত পোষণ করি যে, আপনি আন্তর্জাতিক মানবিক আইনের নিয়ম লঙ্ঘন করে সন্ত্রাসবাদের প্রতিক্রিয়া জানাতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েল হামাসকে ধ্বংস করতে চায়। কিন্তু, গাজা এবং তার বেশিরভাগ বেসামরিক জনসংখ্যাকে ধ্বংস না করে হামাসকে ধ্বংস করা অসম্ভব।’

ল্যাভরভ সতর্ক করে বলেন, ‘যদি গাজা ধ্বংস করা হয় এবং এর ২০ লাখ বাসিন্দাকে বহিষ্কার করা হয়, যেমনটি ইসরায়েল এবং বিদেশের কিছু রাজনীতিবিদ প্রস্তাব করেছেন, তবে সেটি শতাব্দীর পর শতাব্দী না হলেও বহু দশকের জন্য বিপর্যয় সৃষ্টি করবে।’

তিনি আরও বলেন, ‘অবরোধের মধ্যে থাকা জনগণকে বাঁচাতে আগ্রাসন বন্ধ করা এবং মানবিক কর্মসূচি ঘোষণা করা প্রয়োজন।’

ইসরায়েল গাজায় তাদের সামরিক অভিযান সম্প্রসারিত করার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় বেসামরিকদের জন্য সাহায্য পেঁছানোর জন্য একটি মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

এদিকে হামাস সদস্যের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে, হামাস শনিবার কয়েক ডজন জিম্মির মধ্যে থাকা আট রুশ-ইসরায়েলি দ্বৈত নাগরিককে খুঁজে বের করার চেষ্টা শুরু করেছে।

প্রসঙ্গত, মস্কো হামাসের কাছে নামের একটি তালিকা দিয়ে তাদের মুক্তি দেওয়ার অনুরোধ করেছে।

রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ হামাসের সিনিয়র প্রতিনিধি মুসা আবু মারজুককে উদ্ধৃত করে বলেছেন, ‘আমরা এই তালিকাটির প্রতি খুব মনোযোগী এবং আমরা এটিকে সাবধানতার সঙ্গে পরিচালনা করবো। কারণ, আমরা রাশিয়াকে আমাদের সবচেয়ে কাছের বন্ধু হিসাবে দেখি।’

মুসা আবু মারজুক আরও বলেন, ‘এখন, আমরা ওই লোকদের খুঁজছি। এটা কঠিন, কিন্তু আমরা খুঁজছি। বর্তমান পরিস্থিতির কারণে অসুবিধা সত্ত্বেও যত তাড়াতাড়ি আমরা তাদের খুঁজে বের করবো এবং আমরা তাদের ছেড়ে দেবো।’

অন্যদিকে, রাশিয়া বিশ্বাস করে যে, ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতে সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখা প্রয়োজন।

ক্রেমলিন শুক্রবার (২৭ ) বলেছে, হামাসের একটি প্রতিনিধি দলকে মস্কোতে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তকে বাস্তবায়ন করেছে মস্কো।

মস্কোতে হামাসের নেতাদের আমন্ত্রণকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করে সফররত হামাস সদস্যদের বহিষ্কার করার জন্য বৃহস্পতিবার রাশিয়ার প্রতি আহ্বান জানায় ইসরায়েল।

ল্যাভরভ বলেন, ‘রাশিয়া ইসরায়েলের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।’

ল্যাভরভ বলেন, ‘আমরা ইসরায়েলের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছি এবং আমাদের রাষ্ট্রদূত নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি শান্তিপূর্ণ সমাধান খোঁজার প্রয়োজনীয়তা সম্পর্কে সংকেত পাঠাচ্ছি।’

এ সম্পর্কিত আরও খবর