পশ্চিমা শক্তি ইউক্রেন যুদ্ধকে প্রসারিত করতে চাচ্ছে : সের্গেই শোইগু

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-30 17:30:03

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রসারিত করার চেষ্টা করার জন্য পশ্চিমা শক্তিকে অভিযুক্ত করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে খবরটি সোমবার (৩০ অক্টোবর) নিশ্চিত করেছে রয়টার্স।

বেইজিংয়ে জিয়াংশান প্রতিরক্ষা ফোরামে বক্তৃতা দিতে গিয়ে শোইগু দাবি করেন যে, ন্যাটো দেশগুলো সংলাপের আড়ম্বরপূর্ণ আকাঙ্ক্ষার আড়ালে এশিয়া-প্রশান্ত মহাসাগরে তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে।

তিনি রাশিয়া ও চীনের মধ্যে সম্পর্ককে ‘উদাহরণমূলক’ বলে প্রশংসা করে বলেন, ‘রাশিয়া সরঞ্জাম সরবরাহ এবং যৌথ মহড়ার মাধ্যমে এই অঞ্চলের আগ্রহী দেশগুলোর সঙ্গে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার বিকাশ অব্যাহত রাখবে।’

শোইগু আরও বলেন, ‘পশ্চিমারা ইউক্রেনের প্রতি সমর্থনের মাধ্যমে রাশিয়ার কৌশলগত পরাজয় চাইছে।’

সমন্বিত পারমাণবিক-পরীক্ষা-নিষেধাজ্ঞা চুক্তি (সিটিবিটি) থেকে মস্কোর প্রত্যাহারের সাম্প্রতিক সিদ্ধান্তের বিষয়ে তিনি দাবি করেন যে, রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য তার থ্রেশহোল্ড কমাচ্ছে না।

তিনি বলেন, ‘ওই পদক্ষেপের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমতা পুনরুদ্ধার করা।’

প্রসঙ্গত, রাশিয়ার পার্লামেন্ট গত ২৫ অক্টোবর সিটিবিটি থেকে প্রত্যাহারের অনুমোদন দেয় এবং একই দিনে একটি বৃহৎ আকারের পারমাণবিক মহড়ার ঘোষণা দেয়।

এ সম্পর্কিত আরও খবর