গোপনীয়তা এবং নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে সরকারি স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইসে জনপ্রিয় চীনা মেসেজিং অ্যাপ উইচ্যাট, রাশিয়ার ক্যাসপারস্কির ব্যবহার সোমবার (৩০ অক্টোবর) নিষিদ্ধ করেছে কানাডা।
এ প্রসঙ্গে এক বিবৃতিতে বলা হয়েছে, সরকার-ইস্যু করা ডিভাইসগুলো থেকে অ্যাপ্লিকেশনগুলোর স্যুট অবিলম্বে সরানো হবে এবং ব্যবহারকারীদের ভবিষ্যতে সেগুলো ডাউনলোড করা থেকে ব্লক করা হবে।
এনডিটিভি জানিয়েছে, কানাডার ফেডারেল পাবলিক সার্ভিসের তত্ত্বাবধায়ক এবং ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্ট অনিতা আনন্দ বলেছেন, ‘দেশের প্রধান তথ্য কর্মকর্তা নির্ধারণ করেছেন যে, অ্যাপগুলো গোপনীয়তা এবং সুরক্ষার জন্য একটি অগ্রহণযোগ্য স্তরের ঝুঁকি উপস্থাপন করে।’
তিনি আরও বলেন, ‘মোবাইল ডিভাইসে প্ল্যাটফর্মের ডেটা সংগ্রহের পদ্ধতিগুলো যথেষ্ট অ্যাক্সেস সরবরাহ করে।’
অনিতা আনন্দ বলেন, ‘উইচ্যাট এবং ক্যাসপারস্কি অ্যাপ্লিকেশনগুলোকে অপসারণ এবং ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে কানাডা সরকারের নেটওয়ার্ক এবং ডেটা সুরক্ষিত থাকে এবং আমাদের আন্তর্জাতিক অংশীদারদের পদ্ধতির সঙ্গে সঙ্গতিপূর্ণ থাকে।’
এদিকে, বেইজিং মঙ্গলবার (৩১ অক্টোবর) বলেছে, কানাডার ওই সিদ্ধান্ত কোনও প্রকৃত প্রমাণ ছাড়াই নেওয়া হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘কানাডার সরকার তথ্য নিরাপত্তা বজায় রাখার আড়ালে চীনা কোম্পানিগুলোকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করেছে। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করছে।’
এর আগে গত ফেব্রুয়ারীতে সরকারি ডিভাইসে টিকটক চীনের বাইটড্যান্সের মালিকানাধীন একটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার পরে এই পদক্ষেপ নেওয়া হলো।
উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বর মাস থেকে হুয়াওয়ের একজন সিনিয়র এক্সিকিউটিভ এবং দুই কানাডিয়ান নাগরিককে আটকে রাখার কারণে অটোয়া এবং বেইজিংয়ের মধ্যে সম্পর্কে টানাপোড়েন হয়, যা চলতি বছরের শুরুতে নতুন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
এ ছাড়াও বেইজিংকে কানাডার নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য অভিযুক্ত করেছে অটোয়া।