সেভাস্তোপলে বিমান হামলার সাইরেন বাজালো রাশিয়া

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-01 17:53:27

ইউক্রেনের সম্ভাব্য বিমান হামলার আশঙ্কায় ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্তোপলে সতর্কতা জারি করেছেন রাশিয়ার কর্মকর্তারা।

সেভাস্তোপলে বুধবার (১ নভেম্বর) ভোরে শহরে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এ সময় ক্রিমিয়া সেতুতে যান চলাচল বন্ধ করার পাশাপাশি সমুদ্র পথে পরিবহনও স্থগিত করা হয় বলে জানিয়েছে আল-জাজিরা।

ক্রিমিয়া এবং এর আশেপাশে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের হামলার সিরিজ হামলার মধ্যে ওই সতর্কতা জারি করা হলো।

এদিকে, উপদ্বীপটিতে রাশিয়ার একটি বিমান ঘাঁটি এবং সেভাস্তোপলে কৃষ্ণ সাগরে একটি নৌবহরের কমান্ড পোস্টে সফল হামলা চালানোর দাবি করেছে করেছে কিয়েভ বাহিনী।

ইয়াল্টায় রুশপন্থী রাজনীতিবিদ ওলেগ সারিয়ভকে হত্যার চেষ্টার জন্য মঙ্গলবার (৩১ অক্টোবর) ইউক্রেনকে অভিযুক্ত করেছে রাশিয়া।

ইউক্রেন আশা করে যে, কৃষ্ণসাগরে রাশিয়া বাহিনীকে দুর্বল করতে পারলে সেটা যুদ্ধে তাদের চূড়ান্ত বিজয় প্রদান করবে।

ক্রিমিয়ায় হামলার পর জেলেনস্কি বলেছিলেন, ‘রাশিয়ার নৌবহরটি আর কৃষ্ণসাগরের পশ্চিম অংশে কাজ করতে সক্ষম নয় এবং ক্রিমিয়া থেকে ধীরে ধীরে পালিয়ে যাচ্ছে তারা। এটি একটি ঐতিহাসিক অর্জন।’

আক্রমণগুলো কিয়েভের যুদ্ধের ক্রমবর্ধমান সক্ষমতাকে তুলে ধরেছে, যার মধ্যে সামুদ্রিক ড্রোন রয়েছে। যদিও মস্কো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আক্রমণকারী ড্রোন দিয়ে ইউক্রেনের উপর বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।

গত সপ্তাহে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে, সেভাস্তোপল উপসাগরে ইউক্রেনের তিনটি মানবহীন সামুদ্রিক ড্রোন আটক করেছে তারা।

অন্যদিকে ইউক্রেন বুধবার (১নেভেম্বর) বলেছে, রাশিয়া গত ২৪ ঘন্টায় ১০০ টিরও বেশি বসতিতে গোলাবর্ষণ করেছে।

এ সম্পর্কিত আরও খবর