ইউক্রেনকে ভেটোর সংকেত দিল হাঙ্গেরি

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-10 22:51:21

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইউক্রেনের সদস্যপদ নিয়ে আলোচনা এগিয়ে যাওয়া উচিত নয়। কারণ, যুদ্ধ-বিধ্বস্ত দেশটি ওই ব্লকে যোগদানের জন্য কোনভাবেই প্রস্তুত নয়।’

ইউক্রেনের সদস্যপদ নিয়ে ব্রাসেলস আলোচনা শুরুর সুপারিশ করার দুই দিন পর শুক্রবার (১০ নভেম্বর) অরবান ওই মন্তব্য করলেন।

তার মন্তব্য ইঙ্গিত করে যে, ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠেয় বৈঠকে কিয়েভের সদস্যপদ লাভের পথ রুদ্ধ করতে পারে বুদাপেস্ট।

রাশিয়াপন্থী নেতা অরবানের অধীনে হাঙ্গেরি প্রায়শই মস্কোর আক্রমণের মধ্যে ইউক্রেনকে সমর্থন করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রচেষ্টাকে জটিল করে তুলেছে।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখা ইউরোপীয় কমিশন গত বুধবার সুপারিশ করেছে যে, ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার অনুমতি দেওয়া উচিত।

রাষ্ট্রীয় রেডিওতে তার সাপ্তাহিক সকালের স্লটে কথা বলার সময় অরবান বলেন, ইউক্রেন বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে যোগদানের জন্য কোনও অবস্থাতেই নেই।

অরবান বলেন, ‘ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করতে কোনভাবেই প্রস্তুত নয় হাঙ্গেরি। হাঙ্গেরির স্পষ্ট অবস্থান হলো ইউক্রেনের সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করা উচিত নয়।’

অরবানের সরকার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতে অস্বীকার করেছে এবং কিয়েভকে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা প্যাকেজ ভেটো করার হুমকি দিয়েছে।

এদিকে, আইনের শাসন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি দীর্ঘ সংগ্রামে রয়েছে হাঙ্গেরি। যে কারণে দেশটির তহবিলে বিলিয়ন ইউরো আটকে রেখেছে ইইউ।

অন্যদিকে, ব্রাসেলসকে তহবিল ছাড় দিতে বাধ্য করার জন্য হাঙ্গেরির বিরুদ্ধে প্রায়ই ভেটো ব্যবহার করার অভিযোগ এনেছে ইইউ।

তবে অরবান বলেছেন, ইউক্রেনের ইইউ সদস্যপদ আলোচনায় হাঙ্গেরির বিরোধিতা আটকে রাখা তহবিলের সঙ্গে যুক্ত নয়।

তিনি আরও বলেছেন, তার সরকার তহবিল মুক্তের বিনিময়ে ইউক্রেনের সদস্যপদ বিডকে সমর্থন করার জন্য ইইউ থেকে চাপ গ্রহণ করবে না।

তবে ইইউ কর্মকর্তারা হাঙ্গেরির কৌশল নিয়ে ক্রমবর্ধমান হতাশা প্রদর্শন করছেন।

এ সম্পর্কিত আরও খবর