নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী হচ্ছেন ইসলামবিরোধী গ্রিট উইল্ডার্স

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-23 16:30:15

হযরত মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কয়েক মাস আগে বরখাস্ত হয়েছিলেন ভারতের রাজনৈতিক দল বিজেপির নেত্রী নূপুর শর্মা।

কিন্তু, সেই সময় নেদারল্যান্ডসের কট্টর দক্ষিণপন্থী ডাচ নেতা গ্রিট উইল্ডার্স নূপুর শর্মার মন্তব্যকে সমর্থন করেছিলেন। সেই গ্রিট উইল্ডার্সেই দলই এবার নেদারল্যান্ডসের সংসদ নির্বাচনে জয় পেয়েছে।

নেদারল্যান্ডসের সংসদ নির্বাচনে জিতে গ্রিট উইল্ডার্স এবার সেদেশের প্রধানমন্ত্রী হওয়ার পথে।

বিবিসি জানিয়েছে, তার ইসলাম বিরোধী অবস্থান ও নেদারল্যান্ডসের উদ্বাস্তুদের প্রতি বিরুপ মনোভাব নিয়ে বহুবার মন্তব্য করেছেন উইল্ডার্স।

তার ফ্রিডম পার্টি ১৫০ আসনের মধ্যে ৩৫ টি আসন জেতার পথে রয়েছেন বলে বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে।

এর আগে নেদারল্যান্ডসের বর্তমান প্রধানমন্ত্রী মার্ক রুটের জোট সরকারের অবস্থা গত জুলাই মাসে খারাপ হতে থাকে। এই নির্বাচনে তারা ২৩টি আসন নিয়ে তৃতীয় স্থানে থাকবে বলে বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে। এর ফলে রুটের ১৩ বছরের শাসনকাল শেষ হতে চলেছে।

নেদারল্যান্ডসে দক্ষিণপন্থী নেতা গ্রিটের এই জয় ইউরোপের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এ সম্পর্কিত আরও খবর