ইউক্রেনের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল কিরিলো বুদানভের স্ত্রীকে বিষক্রিয়ার কারণে হাসপাতালে চিকিৎসা ভর্তি করানো হয়েছে।
বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের একটি গোয়েন্দা সূত্র।
সূত্রটি জানিয়েছে, ‘মারিয়ানা বুদানোভা অসুস্থ হয়ে পড়েছিলেন।’ এর আগে ইউক্রেনের বেশ কয়েকটি সংবাদমাধ্যম একই ধরনের তথ্য প্রকাশ করেছিল।
ওই প্রতিবেদনের বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি ইউক্রেনের সামরিক গোয়েন্দারা।
তবে, ওই বিষক্রিয়ার পেছনে রাশিয়া জড়িত ছিল কি না তা ওই প্রতিবেদনে বলা হয়নি।
ইউক্রেনের ইউক্রেনস্কা প্রাভদা নিউজ ওয়েবসাইট জানিয়েছে, আরও কয়েকজন গোয়েন্দা কর্মকর্তাকেও বিষ প্রয়োগ করা হয়েছে।
তবে, জেনারেল বুদানভকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল এমন কোনও তথ্য পাওয়া যায়নি।
জেনারেল বুদানভ, যিনি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেইন ডিরেক্টরেট অফ ইন্টেলিজেন্সের (ডিআইইউ) নেতৃত্ব দেন, তিনি ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কোর পূর্ণ মাত্রার আক্রমণের পরে রাশিয়া বাহিনীর বিরুদ্ধে বড় সামরিক অভিযানের পরিকল্পনা এবং কখনও কখনও কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নিউজ ওয়েবসাইট বাবেল মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রথম ওই বিষক্রিয়ার খবর জানিয়ে বলেছিল, ‘দীর্ঘ সময়ের জন্য অসুস্থ বোধ করার পরে মিসেস বুদানোভাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।’
ইউক্রেনীয় গোয়েন্দাদের নিজস্ব সূত্রের উদ্ধৃতি দিয়ে বাবেল জানিয়েছিল, তিনি এখন চিকিত্সার একটি কোর্স সম্পন্ন করছেন এবং ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন।
কিন্তু, মিসেস বুদানোভার বিষক্রিয়ায় সন্দেহজনক ভারী ধাতুর ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, ‘পদার্থগুলো দৈনন্দিন জীবনে বা সামরিক অভিযানে কোনওভাবেই ব্যবহৃত হয় না।’
ইউক্রেনস্কা প্রাভদা পরে তার নিজস্ব সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘পরীক্ষার পর বিষক্রিয়া নিশ্চিত করা হয়েছে।’
ইউক্রেনস্কা প্রাভদা জানিয়েছে, ‘তাকে সম্ভবত বিষাক্ত খাবার দেওয়া হয়েছিল এবং প্রাথমিক চিকিৎসা শেষ করার পরে তিনি এখন ভালো বোধ করছেন।’