খাইবার পাখতুনখোয়ায় ৫০ জনেরও বেশি নারী সন্ত্রাসীর তালিকা

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-01 22:24:44

পাকিস্তানের কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) শুক্রবার (১ ডিসেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের নারী সন্ত্রাসীদের একটি তালিকা প্রকাশ করেছে।

জিও নিউজ জানিয়েছে, ওই নারী সন্ত্রাসীরা প্রদেশটিতে ২০১৪ সাল থেকে বিভিন্ন ধরনের বেআইনি কার্যকলাপে জড়িত ছিল।

ওই তালিকা অনুযায়ী, সন্ত্রাসবাদের ঘটনায় ৩০ জন, অপহরণে ১৩, চাঁদাবাজিতে দুজন এবং টার্গেট কিলিং ও সন্ত্রাসে অর্থায়নে তিনজন নারী জড়িত ছিল।

সিটিডি’র ডিআইজি ইমরান শহীদ বলেছেন, ‘গোয়েন্দা সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত মূল্যবোধের কারণে ওই নারী অপরাধী বা সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে অসুবিধার সম্মুখীন হয়েছিল।’

তিনি বলেন, ‘এসব নারী সন্ত্রাসীর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে এবং কয়েকটি মামলা বিভিন্ন আদালতে প্রক্রিয়াধীন রয়েছে।’

ওই নথি সূত্রে জানা গেছে যে, পেশোয়ারের বিভিন্ন থানায় ১৮ জন নারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দায়ের করা হয়েছে।

নথিতে আরও জানানো হয়েছে যে, নয়জন নারী মামলায় খালাস পেয়েছেন এবং অন্যদের মামলা আদালতে চলমান রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর