মিউনিখে ভারী তুষারপাতের কারণে বিমান ও রেল চলাচল বন্ধ

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-02 22:51:33

ভারী তুষারপাতের কারণে শনিবার (২ ডিসেম্বর) দক্ষিণ জার্মানির কিছু অংশে যোগাযোগ ব্যবস্থায় গুরুতর ব্যাঘাত ঘটেছে।

অবিরাম ভারী তুষারপাতের কারণে ব্যাভারিয়ান রাজ্যের রাজধানী মিউনিখে বিমান ও রেল চলাচল বন্ধ রয়েছে।

শনিবার দুপুরে প্রথম ফ্লাইট স্থগিত করার পরে মিউনিখ বিমানবন্দর জানিয়েছে, ‘রবিবার সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার ফ্লাইট বন্ধ থাকবে।’

মিউনিখ বিমানবন্দর কর্তৃপক্ষের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, মোট ৭৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে, মিউনিখের আবহাওয়া পরিষেবা অনুসারে শুক্রবার থেকে শুরু করে শনিবার রাতভর প্রায় ৪০ সেন্টিমিটার তুষারপাত হয়েছে।

শহরটির কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপত্তার জন্য বাড়িতে থাকতে বলেছে।

মিউনিখ রেলওয়ে কর্তৃপক্ষ ডয়েচে ভান জানিয়েছে, ভ্রমণকারীদের পুরো অঞ্চলজুড়ে বিলম্ব আশা করা উচিত। কারণ, বেশিরভাগ বাস, ট্রাম এবং শহরতলির ট্রেন মিউনিখে চলছে না।

অন্যদিকে, তুষারপাতের কারণে বায়ার্ন মিউনিখ এবং ইউনিয়ন বার্লিনের মধ্যে শনিবারের ফুটবল চ্যাম্পিয়নশিপ ম্যাচ বাতিল করা হয়েছে।

লোয়ার বাভারিয়ার পুলিশ জানিয়েছে, তুষারপাতের কারণে শুক্রবার রাতে গাড়ি দুর্ঘটনায় পাঁচজন সামান্য আহত হয়েছে।

জার্মানির বেশিরভাগ অংশ বেশ কয়েকদিন ধরে তুষারপাত এবং হিমায়িত তাপমাত্রার অধীনে রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, শনিবার বাভারিয়ার দক্ষিণে অলগাউতে আরও ৩০ থেকে ৪০ সেন্টিমিটার তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিকালে তুষারপাত ক্রমশ কমবে বলে আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর