গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যায় সমর্থন দিচ্ছে পশ্চিমারা বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার শুরুতে এই অভিযোগ করেন ইরানের প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
রাইসি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব গাজায় বোমা হামলা বন্ধ করা প্রয়োজন। তিনি আফসোস করে বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো সহিংসতা বন্ধে কোনো কার্যকর ভূমিকা নিতে পারেনি।
পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফিলিস্তিনি ভূখণ্ডে যা ঘটছে।
ইরান বছরের পর বছর ধরে হামাসের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। দেশটি ফিলিস্তিনি গোষ্ঠীকে আর্থিক সহায়তার পাশাপাশি রকেট এবং অন্যান্য অস্ত্র উভয়ই প্রদান করে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নৃশংস হামলায় ইরান জড়িত ছিল এবং সবুজ আলো দিয়েছে বলে খবর রয়েছে, যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে।
বিশ্লেষকরা বলছেন, হামাস-ইসরায়েল সংঘাতের ফলে ইউক্রেনের যুদ্ধ থেকে বিশ্বের মনোযোগ সরিয়ে নিতে রাশিয়াকে সহযোগিতা করেছে। মস্কো ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে নিজেকে একই অবস্থানে তুলে ধরার সুযোগ পাচ্ছে।