১,৫০০ কোটি ডলারের যুদ্ধবিমান কিনবে ভারত

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-30 22:15:59

ভারত অন্তত ১১০টি যুদ্ধবিমান কেনার চেষ্টা চালাচ্ছে যার জন্য দেশটি ১,৫০০ কোটি ডলার খরচ করতে প্রস্তুত। ভারতের বিমান বাহিনী এক বিবৃতিতে একথা জানিয়েছে। ভাতরীয় বাহিনীর জন্য বিমান কেনার প্রয়োজনীয়তার কথা অনেক আগে থেকে বলা হলেও বিষয়টি দীর্ঘদিন ঝুলে রয়েছে। ভারতীয় বিমান বাহিনীকে এসব বিমান সরবরাহ করার জন্য বোয়িং, লকহিড মার্টিন, সাব এবং ডসাল্ট প্রতিযোগিতায় নামতে পারে। তবে যে কোম্পানিই যুদ্ধবিমান সরবরাহ করুক না কেন তাদেরকে ভারতের ভেতরেই বিমান তৈরি করতে হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর অভ্যন্তরীণ শিল্পের উন্নয়ন ঘটানোর জন্য সামরিক সরঞ্জাম কেনার পরিবর্তে দেশের ভেতরে উৎপাদন করার ওপর গুরুত্ব দিচ্ছেন। ভারতীয় বিমান বাহিনী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কৌশলগত মিত্রদেরকে যুদ্ধবিমানের শতকরা ৮৫ ভাগ ভারতে নির্মাণ করতে হবে। আমেরিকার লকহিড মার্টিন কোম্পানি এরইমধ্যে ঘোষণা করেছে যে, তারা টেক্সাসের ফোর্থ ওয়ার্থ থেকে তাদের কারখানা ভারতে আনতে প্রস্তুত রয়েছে এবং এফ-১৬ বিমান ভারতেই উৎপাদন করবে। এসব বিমান শুধু ভারতের কাছে বিক্র করা হবে না বরং তা বিশ্বের বিভিন্ন দেশের চাহিদা পূরণে কাজে লাগানো হবে। লকহিড ভারতের টাটা কোম্পানির সঙ্গে কাজ করবে। অন্যদিকে, সুইডেনের সাব বিমান কোম্পানি ভারতের আদানি গ্রুপের সঙ্গে কাজ করতে চায়। অন্য প্রতিযোগীরা এখনো স্থানীয় কোনো পার্টনারের নাম ঘোষণা করে নি। ইউরোপের দি ইউরোফাইটার টাইফুন ও রাশিয়ান বিমান কোম্পানিও বড় প্রতিযোগী হিসেবে আবির্ভূত হতে পারে। বিষয়টি নিয়ে ফ্রান্সের রাফায়েল বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান ডসাল্ট এভিয়েশন কোনো মন্তব্য করতে চায়নি।

এ সম্পর্কিত আরও খবর