পাকিস্তানের সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ২৪

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-12-12 16:11:32

পাকিস্তানের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) উত্তর-পশ্চিম পাকিস্তানে সামরিক বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত পুলিশ স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী উপজাতীয় অঞ্চলে অবস্থিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান শহরের দারাবনে হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৪ জন নিহত এবং হতাহত হয়েছেন আরো অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাষ্ট্রীয় উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা আইজাজ মেহমুদ জানিয়েছেন, হামলায় অন্তত ২৮ জন আহত হয়েছেন। এখনো গুলির শব্দ শোনা যাচ্ছে। মূলত পুলিশ স্টেশনটিকে পাকিস্তান সেনাবাহিনী বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করে থাকে। মৃতদের অনেকেই ঘুমন্ত অবস্থায় এবং বেসামরিক পোশাকে নিহত হয়েছেন। আমরা খতিয়ে দেখছি যে, তারা সবাই সেনা সদস্য কিনা।

এ ঘটনায় তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) নামে একটি পাকিস্তানি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে রয়টার্স। টিজেপি বলেছে, তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর