সুর পাল্টেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বলছে অবিচল সমর্থন রয়েছে

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-15 09:39:04

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা দুই মাসেরও বেশি সময় ধরে চালানো হমলায় প্রায় ১৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও ইসরায়েলকে অবিচল সমর্থন দেওয়ায় কড়া সমালোচনার মুখে পড়েছে বাইডেন প্রশাসন।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এমন পরিস্থিতিতে ইসরায়েল-হামাস যুদ্ধে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েল বলছে তাদের প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন রয়েছে।

যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেসামরিক মানুষের জীবন বাঁচাতে ইসরায়েলকে ‘আরও সতর্ক’ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, গাজায় কিভাবে বেসামরিক জীবন বাঁচাতে হবে সেদিকে মনোনিবেশ করতে হবে ইসরায়েলকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে উপদেষ্টা জেক সুলিভানের বৈঠকে গাজায় সংঘাতে "উচ্চ-তীব্রতা" থেকে সরে আসার কথাও বলা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ইসরায়েলকে আরও বেশি যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনি এই ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর স্থল যুদ্ধের মাত্রা কমিয়ে আনতে চায় যুক্তরাষ্ট্র, এমন রিপোর্টের মধ্যেই বৃহস্পতিবার এই মন্তব্য করেন।

ফিলিস্তিনি টেলিকমিউনিকেশন সংস্থাগুলো বলছে, ইসরায়েল ছিটমহল জুড়ে অবস্থানগুলো আক্রমণ করায় আবারও গাজায় পরিষেবা বন্ধ করা হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, যোগাযোগ ব্ল্যাকআউটের অর্থ মৃত ও আহতদের কাছে পৌঁছানো আরও কঠিন হবে।

ইসরায়েল জেনিনে দিনব্যাপী অভিযানে কমপক্ষে ১১ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। তবে, ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে রাতভর অন্যান্য অভিযান চালাচ্ছে।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৮ হাজার ৭৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছে৷ ইসরায়েলের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার১৪৭ জন।

এ সম্পর্কিত আরও খবর