ভারতে বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ৯

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-12-17 17:52:55

ভারতের মহারাষ্ট্র প্রদেশের নাগপুরে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ কর্মকর্তা ফোনে রয়টার্সকে জানিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, নাগপুর থেকে ৬০ কিলোমিটার দূরে সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড কোম্পানিতে রোববার (১৭ ডিসেম্বর) সকালে বিস্ফোরণ হয়। এ ঘটনায় সকালের শিফটে কর্মরত তিনজন নারী কর্মীসহ ৯ জন নিহত হন।

সোলার ইন্ডাস্ট্রিজের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, কারখানাটি শিল্প ও সামরিক বিস্ফোরক তৈরি করে। একই সঙ্গে ভারতের প্রতিরক্ষা খাতের জন্য রকেট প্রোপেল্যান্ট ও ওয়ারহেডও তৈরি করা হয় এই কারখানায়।

সালভি নামে স্থানীয় ওই পুলিশ কর্মকর্তা জানান, আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, 'কারখানাটির গাড়ি পার্কিং এলাকায় ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।'

এ সম্পর্কিত আরও খবর