ট্যাঙ্কারে হামলার মার্কিন অভিযোগ খারিজ করলো ইরান

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-25 18:43:58

ভারত মহাসাগরে একটি রাসায়নিক ট্যাংকারে ইরান হামলা করেছে বলে যুক্তরাষ্ট্র যে অভিযোগ করেছে, তা প্রত্যাখ্যান করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার (২৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে অভিযোগটি বাতিল করেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের ওই দাবি সম্পূর্ণ মিথ্যা।

প্রসঙ্গত, ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজে হামলা চালানোর কারণে বৈশ্বিক বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হুথিরা বলেছে, ইসরায়েল-সংযুক্ত জাহাজকে লক্ষ্য করে তাদের হামলার উদ্দেশ্য ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে বাধ্য করা।

মার্কিন অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নাসের কানানি বলেন, ‘আমরা ওই দাবিগুলোকে সম্পূর্ণ প্রত্যাখ্যান এবং মূল্যহীন হিসাবে ঘোষণা করছি।’

তিনি আরও বলেন, ‘ওই ধরনের দাবীগুলো গাজায় ইহুদিবাদী শাসকদের অপরাধের জন্য আমেরিকান সরকারের পূর্ণ সমর্থনের জন্য সাজানো। এর উদ্দেশ্য জনসাধারণের মনোযোগ বিভ্রান্ত করা এবং ধামাচাপা দেওয়া।’

এদিকে, ইরানের নৌবাহিনীতে যুক্ত করা হয়েছে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও রিকনেসান্স হেলিকপ্টার। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া সূত্রে রবিবার (২৪ ডিসেম্বর) খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।

ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানিকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ‘তালাইয়েহ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা ১,০০০ কিলোমিটারেরও বেশি এবং এটি একটি স্মার্ট ক্ষেপণাস্ত্র, যা লক্ষ্যবস্তুকে মধ্যযাত্রায় পরিবর্তন করতে পারে।’

ইরানি বলেন, ‘ইরানের নৌবাহিনীর অস্ত্রাগারে যোগ করা নতুন অস্ত্রের মধ্যে রয়েছে রিকনেসেন্স হেলিকপ্টার, ড্রোন এবং সামুদ্রিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এসব সরঞ্জাম ইরানের সামরিক বাহিনী দ্বারা ডিজাইন ও তৈরি করা হয়েছে।’

এদিকে পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান কখনও কখনও তার সামরিক সক্ষমতা বাড়ায় এবং ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তেহরানের সামরিক হার্ডওয়্যারের একটি মূল উপাদান।

এ সম্পর্কিত আরও খবর