গাজার ত্রাণবহরে আগুন দিয়েছে ইসরায়েল

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-12-29 16:06:39

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া গাড়িবহরে আগুন দিয়েছে ইসরায়েলি সেনারা। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর পরিচালক টমাস হোয়াইট এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর)  টমাস হোয়াইট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই খবর জানিয়ে একটি পোস্ট দেন। 

পোস্টে তিনি জানান, ঘটনার সময় গাজার উত্তরাঞ্চলে ত্রাণ দিয়ে বহরটি ফিরছিল। আগুনে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউএনআরডব্লিউএ প্রধান আরও জানান, ইসরায়েলি বাহিনীর নির্ধারণ করে দেওয়া পথ (রুট) ধরেই বহরটি ফিরছিল। এ ঘটনায় সংস্থাটির ত্রাণ সরবরাহকারী আন্তর্জাতিক দলের নেতা এবং তাঁর দলের সদস্যরা অক্ষত আছেন।

পোস্টে টমাস হোয়াইট লেখেন, ‘আন্তর্জাতিক সহায়তাকর্মীদের এভাবে লক্ষ্যবস্তু বানানো উচিত নয়।’

 

এ সম্পর্কিত আরও খবর