মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে শুক্রবার (২৯ ডিসেম্বর) এক অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় ছয়জন নিহত হয়েছে। এদের মধ্যে তালিকাভুক্ত এক অপরাধীও রয়েছে।
ওই অপরাধীই এ হামলার প্রধান লক্ষ্য ছিল বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলের সোনোরা রাজ্যের প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, ‘প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, এটি একটি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সরাসরি হামলা ছিল। ওই অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে হত্যা, স্বাধীনতা লঙ্ঘন এবং অপরাধমূলক সংঘের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।’
রয়টার্স জানিয়েছে, মেক্সিকোর কাজেমে পৌরসভায় ভোরে এলোপাতাড়িভাবে চালানো হামলায় কথিত ওই অপরাধীর সঙ্গে আরো পাঁচ জন নিহত ও ২৬ জন আহত হয়েছে।
সেখানে তাদের জমায়েতটি জন্মদিনের কোনও অনুষ্ঠানকে কেন্দ্র করে ছিল কিনা তা নিশ্চিত করতে পারেননি প্রসিকিউটররা।
প্রসঙ্গত, মেক্সিকোতে কার্টেল বন্দুকধারীদের সামাজিক সমাবেশ লক্ষ্য করে হামলা চালানোর ইতিহাস রয়েছে। দেশটিতে ২০০৬ সাল থেকে মাদক সংক্রান্ত ক্রমবর্ধমান সহিংসতায় ৪ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
গত ১৭ ডিসেম্বর মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যে তরুণ মেক্সিকানদের অংশগ্রহণে একটি ক্রিসমাস পার্টিতে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হয়।