মোসাদ সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে চারজনকে মৃত্যুদণ্ড

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-30 18:29:07

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তিন পুরুষ ও একজন নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান।

দেশটির বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত মিডিয়ার সূত্রে খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।

বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান জানিয়েছে, ‘ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পশ্চিম আজারবাইজানে শুক্রবার (২৯ ডিসেম্বর) মোসাদের সঙ্গে সম্পর্কিত একটি নাশকতাকারী গ্রুপের চার সদস্যকে ফাঁসি দেওয়া হয়েছে।’

এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নাম প্রকাশ করেছে মিজান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন জন পুরুষ হলেন, ভাফা হানারেহ, আরাম ওমারি এবং রহমান পারহাজো এবং নারী মৃত্যুদণ্ডপ্রাপ্তের নাম নাসিম নামাজি।

মিজানের বরাতে রয়টার্স জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা মোসাদের নির্দেশনায় দেশের নিরাপত্তার বিরুদ্ধে ব্যাপক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিয়েছিল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ইরানি নিরাপত্তা বাহিনীকে অপহরণ করা এবং কিছু এজেন্টদের গাড়ি ও অ্যাপার্টমেন্টে আগুন দেওয়ারও অভিযোগ আনা হয়েছে।

একই গ্রুপের সাথে কাজ করা আরও কয়েকজনের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গোয়েন্দারা ওই গোষ্ঠীটিকে কমপক্ষে চার মাস নজরদারির মধ্যে রেখেছিল।

এ সম্পর্কিত আরও খবর