আক্রমণের পর লোহিত সাগরে ফিরছে মায়েরস্ক

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-02 15:36:49

গ্লোবাল শিপিং জায়ান্ট মায়েরস্ক থেকে প্রকাশিত একটি শিপিং সময়সূচিতে বলা হয়েছে কয়েক ডজন মায়েরস্ক কন্টেইনার জাহাজ আগামী কিছু দিনের মধ্যে লোহিত সাগর এবং সুয়েজ খাল ভ্রমণ করতে প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার (৩১ ডিসেম্বর) সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ মায়েরস্ক হ্যাংজুতে হুথিদের গুলি চালানোর পরে এটি ৪৮ ঘণ্টার জন্য লোহিত সাগরে কার্যক্রম স্থগিত করেছিলো। 

এদিকে মার্কিন সেনাবাহিনী বলেছে, তারা তিনটি হুথি জাহাজ ডুবিয়েছে এবং ১০ জন ক্রুকে হত্যা করেছে।

উল্লেখ্য গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে ইয়েমেনভিত্তিক হুথিরা লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজে হামলা চালিয়ে আসছে।

এ সম্পর্কিত আরও খবর