লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ইরান

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-02 19:11:22

কৌশলগত বাব আল-মান্দেব প্রণালী দিয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে ইরানের যুদ্ধজাহাজ আলবোর্জ।

ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাতে খবরটি নিশ্চিত করেছে আল-জাজিরা।

আল-জাজিরা সোমবার (১ জানুয়ারি) জানিয়েছে, ‘আলবোর্জ যুদ্ধজাহাজটি লোহিত সাগরে প্রবেশ করেছে।’

এদিকে হুথিরা বলেছে, তাদের সাম্প্রতিক আক্রমণগুলো গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে, যেখানে ইসরায়েল মাসব্যাপী বোমা হামলা চালিয়ে যাচ্ছে।

ইন্টারন্যাশনাল চেম্বার অফ শিপিং অনুসারে, বিশ্ববাণিজ্যের ১২ শতাংশ লোহিত সাগরের মধ্য দিয়েই যায়।

ইয়েমেন থেকে একটি পণ্যবাহী জাহাজে চড়ার চেষ্টা করার সময় মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার থেকে হুথি বিদ্রোহীদের উপর গুলি চালানোর একদিন পরে তাসনিম ওই প্রতিবেদন প্রকাশ করলো।

আল-জাজিরার প্রতিবেদক রেসুল সেরদার জিবুতি থেকে জানিয়েছেন, ‘ইরান কর্তৃক ওই অঞ্চলে একটি যুদ্ধজাহাজ প্রেরণ নতুন কোনও বিষয় নয়। বিভিন্ন সময় ওই এলাকায় ইরানি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। ওই জলসীমা অনেক দেশের জন্যই উন্মুক্ত।’

সেরদার বলেন, ‘আরও বেশি যুদ্ধজাহাজ এখন ওই অঞ্চলে জড়ো হচ্ছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের অন্তর্ভুক্ত রয়েছে।’

অন্যদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের নিরাপত্তা প্রধান আলী আকবর আহমদিয়ান পৃথকভাবে শীর্ষ হুথি আলোচক মোহাম্মদ আবদুল সালামের সঙ্গে বৈঠক করেছেন।

তবে, কোথায় বা কখন ওই বৈঠক হয়েছিল তা স্পষ্ট নয়। তবে ইরানি মিডিয়া আহমদিয়ানকে উদ্ধৃত করে বলেছে, তেহরান ফিলিস্তিনিদের সমর্থন করা এবং ইসরায়েলের পক্ষে দাঁড়ানোর জন্য হুথিদের প্রশংসা করেছে।

গত সোমবার ব্রিটেনের প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপস বলেছেন, ব্রিটেন লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতার হুমকি রোধ করতে হুথিদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে ইচ্ছুক।’

ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন গত রবিবার লোহিত সাগরে উত্তেজনা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে কথা বলেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি অনুসারে আবদুল্লাহিয়ান কিছু পশ্চিমা দেশের দ্বৈত মানের সমালোচনা করে বলেছেন, ‘গাজা যুদ্ধের সঙ্গে ইসরায়েলি শাসনকে এই অঞ্চলে আগুন লাগানোর অনুমতি দেওয়া যাবে না।’

এর আগে ইরানকে হুথি হামলায় গভীরভাবে জড়িত বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। ইরান ওই অভিযোগ অস্বীকার করে বলেছে, ‘হুথি বিদ্রোহীরা নিজেদের মতো করে কাজ করছে।’

উল্লেখ্য, ২০২১ সালে এডেন উপসাগরে দুটি তেল ট্যাঙ্কারের বিরুদ্ধে জলদস্যুদের আক্রমণ প্রতিহত করেছিল আলবোর্জ।

এ সম্পর্কিত আরও খবর