আরৌরিকে হত্যা, যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-03 16:01:46

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা বৈরুতে হামলা চালিয়ে হামাসের ডেপুটি চিফকে হত্যা করার পরে যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

এদিকে, বৈরুতে হামলা চালিয়ে হামাসের ডেপুটি চিফকে হত্যা করার কারণে গাজা যুদ্ধ বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

রয়টার্স জানিয়েছে লেবাননের একজন উচ্চ-পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘হামাসের ডেপুটি চিফ সালেহ আল-আরুরি তার দেহরক্ষীদের সঙ্গে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন।’

লেবাননের দ্বিতীয় একজন নিরাপত্তা কর্মকর্তাও সালেহ আল-আরুরির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। হামাস টিভিও জানিয়েছে, লেবাননে আরুরিকে হত্যা করেছে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি হত্যাকাণ্ডের বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। তবে, তিনি পরে বলেছেন, ইসরায়েলের সামরিক বাহিনী সব অঙ্গনে, প্রতিরক্ষা এবং অপরাধের ক্ষেত্রে অত্যন্ত উচ্চ প্রস্তুতির অবস্থায় রয়েছে। আমরা যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত।’

উল্লেখ্য, আরুরি হলেন সবচেয়ে উচ্চ পর্যায়ের ব্যক্তি যিনি গাজা যুদ্ধ শুরুর পর নিহত হলেন।

তার মৃত্যু ব্যাপক আশংকা তৈরি করেছে যে, প্রায় তিন মাস বয়সি ইসরায়েল-হামাস যুদ্ধ একটি বিস্তৃত আঞ্চলিক সংঘর্ষে পরিণত হতে পারে।

হামাস বলেছে যে, আরুরির মৃত্যু তাদের পরাজয়ের দিকে নিয়ে যাবে না।

হামাসের লেবাননভিত্তিক মিত্র হিজবুল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে যে, ‘ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে। এটি লেবাননের উপর একটি গুরুতর আক্রমণ।’

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ওই হত্যাকাণ্ডের নিন্দা করে বলেছেন, ‘এর লক্ষ্য লেবাননকে যুদ্ধে আকৃষ্ট করা।’

নির্বাসিত জীবনযাপন করা আরুরির বিরুদ্ধে অনেক হামলার পরিকল্পনার অভিযোগ ছিল ইসরায়েলের।

এ সম্পর্কিত আরও খবর