গাজায় এখনও হামাসের উল্লেখযোগ্য সংখ্যক যোদ্ধা রয়েছে : হোয়াইট হাউস

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-04 16:40:08

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে প্রায় তিন মাস ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের পরও গাজার ভেতরে হামাসের উল্লেখযোগ্য সংখ্যক যোদ্ধা অবস্থান করছে বলে বুধবার (৩ জানিুয়ারি) দাবি করেছে হোয়াইট হাউস।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘হামাসের সামরিক হুমকিকে উপড়ে ফেলা ইসরায়েলের জন্য একটি অর্জনযোগ্য লক্ষ্য ছিল। কিন্তু, তারা সম্ভবত হামাসের অস্তিত্ব মুছে ফেলতে পারবে না।’

এদিকে, ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় একই পরিবারের ১৪ সদস্য নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন।

আল-জাজিরা বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জানিয়েছে, গাজার খান ইউনিসের পশ্চিমে সালাহ পরিবারের একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২২,৩১৩ জন নিহত এবং ৫৭,২৯৬ জন আহত হয়েছে।

অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলে সংশোধিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৩৯ জন।

এ সম্পর্কিত আরও খবর