ট্রাম্প টাওয়ারে একটি অ্যাপার্টমেন্টে আগুন, নিহত ১

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-28 02:29:39

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারের একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে এক জন মারা গেছেন। শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ভবনটির ৫০ তলায় লাগা এ আগুনে আরো চার দমকল কর্মী সামান্য আহত হয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। আগুনটি দ্রুত নিভিয়ে ফেলা হয় বলে জানিয়েছেন দমকল কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, অ্যাপার্টমেন্টটি থেকে ৬৭ বছর বয়সী এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ম্যানহাটনের মাঝামাঝি স্থানে অবস্থিত ৬৮ তলা এই ভবনটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি দপ্তর ও ব্যক্তিগত বাসস্থান রয়েছে। ঘটনার সময় তিনি ভবনটিতে ছিলেন না। ঘটনার পর এক টুইটে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীদের প্রশংসা করে তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কী ভাবে আগুনের সূত্রপাত হয়েছে তার সম্ভাব্য কারণ সম্পর্কে কিছু জানাননি দমকল কর্মকর্তারা। তবে ঘটনার সময় ট্রাম্প পরিবারের কেউ ভবনটিতে ছিলেন না বলে জানিয়েছেন তারা। টুইটারে দমকল কমিশনার ড্যানিয়েল নিগ্রো বলেছেন, “আগুনটি নিয়ন্ত্রণে আনা খুব কঠিন ছিল। কল্পনা করে দেখেন, ভবনটি খুব বড়, আমরা ৫০ তলার ওপরে। ভবনটির বাকি অংশেও অনেক ধোঁয়া ছড়িয়ে পড়েছিল।” আগুনের খবর পাওয়ার পর প্রায় ২০০ দমকল কর্মী ঘটনাস্থলে ছুটে যায় বলে জানিয়েছে দমকল বিভাগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, আকাশচুম্বি ভবনটির কয়েকটি জানালা দিয়ে আগুনের শিখা বেরিয়ে আসছে এবং ভবনটি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। জানুয়ারিতেও এই ভবনটিতে আগুন লেগেছিল। ওই সময় ভবনটির সর্বোচ্চ তলায় লাগা ওই আগুনে তিন জন আহত হয়েছিলেন। ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের সদর দফতর এই ট্রাম্প টাওয়ারেই, আর এর ৬৬ তলায় ট্রাম্পের বিখ্যাত পেন্টহাউজ। পাশাপাশি ভবনটিতে বহু অ্যাপার্টমেন্ট, দপ্তর ও দোকান রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর