জোড়া বিস্ফোরণের সঙ্গে জড়িত ৩৫ জন গ্রেপ্তার : ইরান

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-11 19:32:51

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম অনুসারে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কেরমানে গত ৪ জানুয়ারির জোড়া বোমা হামলার ঘটনায় ইরানি কর্তৃপক্ষ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে।

মন্ত্রণালয়টি জানিয়েছে, তারা দুই আত্মঘাতী বোমা হামলাকারীর একজনকে তাজিকিস্তানের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে, যারা ১৯ ডিসেম্বর অবৈধভাবে ইরানে প্রবেশ করেছিল।

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, দ্বিতীয় আত্মঘাতী বোমা হামলাকারী সম্পর্কে পরবর্তী তারিখে আরও তথ্য প্রকাশ করা হবে এবং ওই হামলায় জড়িত থাকার অভিযোগে ইরানের বেশ কয়েকটি প্রদেশে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ইরানের কেরমান শহরে গত ৪ জানুয়ারী শীর্ষ কমান্ডার কাসেম সোলেইমানির একটি স্মৃতিসৌধে প্রায় ১০০ জন নিহত এবং ২৮৪ জন আহত হওয়া হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

প্রসঙ্গত, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এই ধরনের সবচেয়ে রক্তক্ষয়ী হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তেহরান।

এ সম্পর্কিত আরও খবর