দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল মঙ্গলবার (১৬ জানুয়ারি) তার মন্ত্রিসভাকে বলেছেন, ‘পরমাণু ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া উস্কানিমূলক কর্মকাণ্ড চালালে তার বহু গুণ শক্তিশালী অস্ত্র ব্যবহার করে এর পাল্টা জবাব দেবে সিউল।’
টেলিভিশনে সম্প্রচারিত ওই বৈঠকে তিনি বলেন, ‘উত্তর কোরিয়া কোনও ধরনের উস্কানি দিলে আমরা এর বহু গুণ শক্তিশালী জবাব দেব।’
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর ‘অপ্রতিরোধ্য জবাব দেওয়ার সক্ষমতার’ কথা উল্লেখ করে তিনি এমন কথা বলেন।
এর আগে উত্তর কোরিয়ার প্রধান অস্ত্র কারখানা পরিদর্শন করার সময় শক্তিশালী পারমাণবিক প্রতিরোধের আহ্বান জানিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
সেই সময় তিনি সতর্ক করে বলেছিলেন, প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়াকে নিশ্চিহ্ন করতে তিনি কোনও প্রকার দ্বিধা করবেন না।
রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনের বরাতে গত বুধবার (১০ জানুয়ারি) এ খবর জানায় রয়টার্স।
দক্ষিণ কোরিয়াকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে কিম বলেন, ‘পিয়ংইয়ংয়ের অগ্রাধিকার ভিত্তিতে আত্মরক্ষার জন্য সামরিক সক্ষমতা বাড়ানো এবং সর্বপ্রথম পরমাণু যুদ্ধ প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করা উচিত।’
কিম বলেন, ‘উত্তর কোরিয়া একতরফাভাবে সংঘর্ষে জড়াবে না, আবার যুদ্ধ এড়ানোরও কোন উদ্দেশ নেই তাদের।’
কেসিএনএ জানায়, ‘যদি দক্ষিণ কোরিয়া ডিপিআরকের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী ব্যবহার করার সাহস করে বা এর সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি প্রদর্শণ করে, তাহলে আমাদের হাতে থাকা সমস্ত উপায় এবং বাহিনী একত্রিত করে দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করতে আমাদের কোনও দ্বিধা থাকবে না।’
পার্টির সিনিয়র নেতা এবং সামরিক কর্মকর্তাদের সঙ্গে গত সোমবার এবং মঙ্গলবার কিম একাধিক যুদ্ধাস্ত্র কারখানা পরিদর্শন করেন বলে জানা গেছে।