পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনে আমি হতবাক : শেহবাজ শরিফ

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-18 16:48:02

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েকদিন পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) তেহরানের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উপর সমন্বিত হামলা চালিয়েছে পাকিস্তান।

এনডিটিভি জানিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ‘ইসলামাবাদ তার নাগরিকদের কল্যাণের জন্য উপযুক্ত পদক্ষেপ নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা এবং আমাদের নাগরিকদের মঙ্গল সবচেয়ে গুরুত্বপূর্ণ। শান্তি ও নিরাপত্তার জন্য পাকিস্তান উপযুক্ত কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নিয়েছে।’

তিনি এক্স-এ লিখেছেন, ‘আমরা আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তি চাই, কিন্তু আত্মরক্ষার অধিকার রাখি। অপারেশন মার্গ বার সরমাচারের জন্য জাতি আমাদের বীর সশস্ত্র বাহিনীকে স্যালুট জানাচ্ছে। পাকিস্তান জিন্দাবাদ!’

ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী আস্তানাগুলোর বিরুদ্ধে ওই হামলা চালিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুর শহরের কাছে সশস্ত্র গোষ্ঠী জইশ আল-আদলের বিরুদ্ধে ইরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমান হামলা চালানোর পরে ইসলামাবাদ ওই পদক্ষেপ নেয়।

ইরানের হামলার প্রতিক্রিয়ায় শেহবাজ বলেন, ‘ইরানের পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনে আমি হতবাক। এই ক্ষেপণাস্ত্র হামলা আমাদের বন্ধুত্বের চেতনা এবং ভালো প্রতিবেশীত্বের নীতির বিরুদ্ধে। এটি বিশেষ করে আমাদের দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ককে ক্ষুণ্ন করে। আমাদের দুই দেশের মধ্যে আন্তরিক সংলাপ এবং অর্থপূর্ণ সহযোগিতা সময়ের দাবি। হামলায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা।’

ইরানের হামলাকে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘বেআইনি কাজ’ বলে বলে ঘোষণা করেছিল পাকিস্তান। এরপরই প্রতিশোধ নেওয়ারপ্রেত্যয় ব্যাক্ত করে দেশটি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ‘এই বেআইনি কাজটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং এর কোনও যৌক্তিকতা নেই। পাকিস্তান এই অবৈধ কাজের জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে। পরিণতির দায়ভার ইরানের ওপরই বর্তাবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করে। আজকের এই আইনের একমাত্র উদ্দেশ্য ছিল পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ যা সর্বাগ্রে এবং এর সঙ্গে আপস করা যায় না।’

এরই মধ্যে তেহরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরে আসার নির্দেশ দিয়েছে এবং সাময়িকভাবে ইরানের রাষ্ট্রদূতকে ইসলামাবাদ থেকে বহিঃষ্কার করেছে ইসলামাবাদ।

এ সম্পর্কিত আরও খবর