ইসরায়েলে আগাম নির্বাচনের আহ্বান এহুদ বারাকের

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-19 16:53:03

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সংবাদপত্র হারেটজের একটি মতামত অংশে বারাক লিখেছেন, ‘হামাস নির্মুলের চলমান যুদ্ধের বয়স ১৫ সপ্তাহ। যুদ্ধক্ষেত্রে আমরা অনুপ্রেরণামূলক সাহস এবং ত্যাগের প্রদর্শন দেখাচ্ছি। কিন্তু তবুও  ইসরায়েলের নাগরিকদের মাঝে আমরা হতাশা দেখতে পাচ্ছি। ইসরায়েলি সেনাবাহিনীর এতো সফলতা অর্জন সত্ত্বেও হামাস পরাজিত হয়নি এবং জিম্মিদের প্রত্যাবর্তনও হ্রাস পাচ্ছে।’

গত সপ্তাহের ইসরায়েল একটি জরিপে দেখা গেছে, ৬৩ শতাংশ ইসরায়েলি আগাম নির্বাচন অনুষ্ঠানের পক্ষে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক আগাম নির্বাচনের আহ্বান জানানোয় নেতানিয়াহু প্রশাসনের সমালোচনা বাড়ছে। যুদ্ধ শুরুর পর থেকে একাধিক জরিপ ইঙ্গিত দিচ্ছে যে আগাম নির্বাচনের ফলে বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ক্ষমতা হারাতে পারে।

এ সম্পর্কিত আরও খবর