আইসিসির গণহত্যা তদন্তের আহ্বানকে স্বাগত জানাল ফিলিস্তিন 

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-19 20:27:44

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যা তদন্ত করার আহ্বান জানিয়েছে। আইসিসির এই তদন্তের আহ্বানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (১৯ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি বিবৃতিতে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজা যুদ্ধে বেসামরিকদের সাথে হওয়া অপরাধ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) চিলি এবং মেক্সিকোর করা অনুরোধকে সমর্থন করে ফিলিস্তিন ।

মন্ত্রণালয় বলেছে, আদালতকে অবশ্যই ভয় বা পক্ষপাত ছাড়াই ভুক্তভোগী ফিলিস্তিনিদের প্রতি তার ম্যান্ডেট পূরণ করতে হবে এবং ইসরায়েলি কর্মকর্তাদের দ্বারা সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে হবে।

আইসিসি একটি স্বাধীন বিচার বিভাগীয় সংস্থা যার গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের এখতিয়ার রয়েছে। দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলায় ইতিমধ্যেই আইসিজেতে বিচারাধীন আছে ইস্যুটি। এরই মধ্যে মেক্সিকো এবং চিলি তাদের আপিলে তদন্তের কথা উল্লেখ করেছে। 

এ সম্পর্কিত আরও খবর