সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-20 16:26:38

সিরিয়ার রাজধানী দামেস্কে শনিবার (২০ জানুয়ারি) ইসরায়েলের হামলায় একটি ভবনে ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

যুদ্ধ পর্যবেক্ষক সঙস্থা অবজারভেটরি বলেছে, দামেস্কের ওই ভবনে শনিবার বৈঠক করছিলেন ইরান-সংযুক্ত নেতারা।

অবজারভেটরির ডিরেক্টর রামি আবদেল রহমান বলেন, ‘তারা নিশ্চিতভাবেই ওই গোষ্ঠীর সিনিয়র সদস্যদের টার্গেট করেছিল।’

সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়াও জানিয়েছে, ওই হামলার ফলে প্রচুর ধোঁয়ায় আকাশ ছেয়ে যাচ্ছিল।

সিরিয়রি সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, ‘হামলাটি দামেস্কের মাজেহ পাড়ায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হয়েছে।’ কিন্তু, এতে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা বলা হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত এক এএফপি সংবাদদাতা জানান, ‘ধ্বংসপ্রাপ্ত ভবনটি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসকর্মী এবং সিরিয়ার আরব রেডক্রিসেন্ট উদ্ধারকারী দলগুলো ঘিরে ফেলেছে।’

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসকর্মীরা সম্পূর্ণ ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধানে কাজ করছেন।’

উল্লেখ্য, এই মাজেহ এলাকায় জাতিসংঘের সদরদপ্তর, দূতাবাস এবং রেস্তোরাঁ রয়েছে।

মাজেহ’র এক বাসিন্দা এএফপিকে বলেছেন, ‘আমি পশ্চিম মাজেহ এলাকায় বিস্ফোরণের শব্দ স্পষ্ট শুনেছি এবং ধোঁয়ার বিশাল মেঘ দেখেছি।’

তিনি আরও বলেন, ‘শব্দটি একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের মতো ছিল এবং কয়েক মিনিট পরে আমি অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পাই।’

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ‘একটি চার তলা ভবনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় ৫ জন নিহত হয়েছে এবং পুরো ভবনটি ধ্বংস হয়েছে। ওই ভবনে ইরান- জোটবদ্ধ নেতারা বৈঠক করছিলেন।’

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক বলেছে, ‘লক্ষ্যবস্তু এলাকাটি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এবং ইরানপন্থী ফিলিস্তিনি দলগুলোর নেতাদের একটি উচ্চ-নিরাপত্তা অঞ্চল হিসাবে পরিচিত।

এ সম্পর্কিত আরও খবর