পূর্ব ইউক্রেনের আরেকটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের আরেকটি গ্রাম শনিবার (২৫ মে) দখলের দাবি করেছে রাশিয়া।
কিয়েভ জানিয়েছে, উত্তর-পূর্ব খারকিভ অঞ্চল থেকে আক্রমণ জোরদার করছে মস্কো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সেনারা দোনেস্ক শহরের উত্তরে অবস্থিত আরখানগেলস্কে গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে।
রয়টার্স জানিয়েছে, আরখানগেলস্কে গ্রামটি ওচেরেটাইন শহরের ছোট ফ্রন্টলাইনের কাছেই অবস্থিত।
উল্লেখ্য, গত ১০ মে খারকিভ অঞ্চলে আক্রমণ শুরুর পরে সাম্প্রতিক সময়ে সাফল্যের মুখ দেখেছে রাশিয়া।
ইউক্রেনের জেনারেল স্টাফ শনিবার বলেছেন, রাশিয়া বাহিনী ডোনেটস্ক অঞ্চলের পোকরভস্ক শহরের কাছে হামলা জোরদার করেছে।
তিনি বলেন, আরখানগেলস্কে গ্রামের দক্ষিণে কালেনোভ, ইয়াসনোব্রোদিভকা এবং সোকিল গ্রামের কাছে রাশিয়ার গোলার আঘাতে ছয়টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ইউক্রেনের পুলিশ জানিয়েছে, ডোনেস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় তিন বেসামরিক লোক নিহত এবং দুজন আহত হয়েছে। সেখানে শুক্রবার ১,৮০০টিরও বেশি হামলা হয়েছে।
ইউক্রেন বলেছে, তার বাহিনী শনিবার খারকিভ অঞ্চলে দুটি আক্রমণ প্রতিহত করেছে এবং ভোভচানস্ক শহরের কাছে লড়াই অব্যাহত রয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনারা সীমান্তের কাছে দুটি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে।
খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ শনিবার বলেছেন, একটি গাইডেড বোমা দিয়ে কুপিয়ানস্ক-ভুজলোভিয়ের রেলওয়ে কেন্দ্রে হামলা করেছে রাশিয়া। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।