ফিটোর পরিবারকে ইকুয়েডরে ফেরত পাঠিয়েছে আর্জেন্টিনা

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-20 19:27:49

ইকুয়েডরের মোস্ট ওয়ান্টেড পলাতক হোসে অ্যাডলফো ম্যাকিয়াসের স্ত্রী এবং সন্তানদের আর্জেন্টিনায় গ্রেপ্তার করে তাদের ইকুয়েডরে ফেরত পাঠানো হয়েছে।

লস চোনেরোস গ্যাং লিডার হোসে অ্যাডলফো ম্যাকিয়াস ‘ফিটো’ নামেই সর্বাধিক পরিচিত। তিনি এই মাসে বন্দর শহর গুয়াকিলের একটি কারাগার থেকে পালিয়ে যান, যার ফলে ইকুয়েডরজুড়ে গ্যাং সহিংসতা বেড়ে যায়।

আর্জেন্টিনার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ বলেছেন, ‘আমরা গর্বিত যে, মাদক ব্যবসায়ীদের ঠাঁই দেয়নি আর্জেন্টিনা।’

বুলরিচ শুক্রবার (১৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বলেছেন, ফিটোর স্ত্রী মারিলা ম্যাকিয়াস এবং তার তিন সন্তান, একজন ভাগ্নে, একজন পারিবারিক বন্ধু এবং তাদের একজন আয়াকে গ্রেপ্তারের পর আমাদের কাছে ফেরত পাঠানো হয়েছে।’

রয়টার্স জানিয়েছে, তার স্বামী ফিটো পালিয়ে যাওয়ার ঠিক আগে আর্জেন্টিনায় আসেন মারিলা। গত ডিসেম্বরে তারা নগদ অর্থে মধ্য আর্জেন্টিনার কর্ডোবায় একটি বাড়ি কিনেন তিনি।

আল জাজিরার লাতিন আমেরিকার সম্পাদক লুসিয়া নিউম্যান বুয়েনস আইরেস থেকে জানিয়েছেন, ফিটো শুধুমাত্র তার পরিবারকে আর্জেন্টিনায় পাঠিয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর