তীব্র তাপপ্রবাহে অস্ট্রেলিয়ায় দাবানলের শঙ্কা

অস্ট্রেলিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-20 20:02:09

পশ্চিম অস্ট্রেলিয়ার কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। যার ফলে বিস্তীর্ণ ঘাসের এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) দেশটির প্রত্যন্ত পিলবারা এবং গ্যাসকোয়ন এলাকার জন্য একটি "চরম তাপ-তরঙ্গ সতর্কতা" জারি করেছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়, পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ থেকে ১৫০০ কিলোমিটার দূরে প্যারাবার্ডোর পিলব্যারো শহরে ৪৭ ডিগ্রি তাপমাত্রার ছাড়াতে পারে, যা জানুয়ারির স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।

এর আগে ২০২২ সালের ১৩ জানুয়ারি পিলব্যারোতে ৫০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বোচ্চ।

বৈশ্বিক জলবায়ুর প্রাকৃতিক ইভেন্ট এলনিনোর মধ্যে এমন গরম আবহাওয়া পরিস্থিতির কারণে সেখানে তীব্র দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। গত মাসে পার্থের কাছে একটি দাবানল ছড়িয়ে পড়েছিল, যা নেভাতে কাজ করে শত শত দমকল কর্মী। সরিয়ে নেওয়া হয়েছিল সেখানের বাসিন্দাদের।

এ সম্পর্কিত আরও খবর