গাজায় ২৪ ইসরায়েলি সেনা নিহত; ১ দিনে সর্বোচ্চ 

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-23 14:25:26

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান হামাস-ইসরায়েল সংঘাতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। পৃথক ২টি স্থানে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এতে গাজায় ইসরায়েলি সেনা মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল-গাজা সীমান্তের কাছে রকেট চালিত  একটি গ্রেনেড ফায়ার (আরপিজি) ট্যাঙ্কের আঘাতে ২১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। একই সাথে, ইসরায়েলি বাহিনীর স্থাপনকৃত বাসস্থান ঘাঁটি  ও মজুদকৃত বিস্ফোরক সামগ্রী আরপিজির আগুনে ধসে পড়ে। অন্যদিকে, দক্ষিণ খান ইউনিস শহরে যুদ্ধে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী এদিনটিকে সৈন্যদের জন্য সবচেয়ে মারাত্মক দিন বলে ঘোষণা করেছে।

এই ঘটনায়, উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, ইসরায়েলের গাজায় অভিযান বন্ধ করা উচিত নয়। একদিনে ২৪ জন সৈন্যের মৃত্যু বিষয়টিকে আগের চেয়েও বেশি স্পষ্ট করে দিয়েছে। ইসরায়েলকে অবশ্যই সমস্ত শক্তি দিয়ে গাজায় নাৎসি শত্রুকে পরাস্ত ও ধ্বংস করতে হবে বলে একটি টেলিগ্রাম পোস্টে লেখেন তিনি।

উল্লেখ্য, অক্টোবরের শেষে স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর