পশ্চিমা শক্তি বিশ্বজুড়ে সংঘাত সৃষ্টি করছে : পুতিন
পশ্চিমা শক্তিকে বিশ্বব্যাপী সংঘাতের ঝুঁকির জন্য অভিযুক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আল জাজিরা জানিয়েছে, পশ্চিমা শক্তিকে ‘উগ্র’ বলেও আখ্যায়িত করেছেন তিনি।
পুতিন সতর্ক করে বলেছেন, পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে মস্কো।
রাশিয়ার বিজয় দিবসে মস্কোর রেড স্কয়ারে বৃহস্পতিবার (৯ মে) হাজার হাজার সেনার আনুষ্ঠানিক পোশাকে সজ্জিত হওয়ার আগে একটি প্রতিবাদী বক্তৃতায় তিনি বলেন, ‘পশ্চিমা শক্তি নাৎসিবাদকে পরাজিত করার জন্য সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ভুলে গেছে এবং এখন তারা বিশ্বজুড়ে সংঘাত সৃষ্টি করছে।’
তিনি আরও বলেন, ‘আমরা জানি এই ধরনের উচ্চাকাঙ্ক্ষার বাড়াবাড়ি কোন দিকে নিয়ে যায়। বৈশ্বিক সংঘর্ষ ঠেকাতে সবকিছু করবে রাশিয়া। তবে একই সঙ্গে আমরা কাউকে আমাদের হুমকি দেওয়ার অনুমতি দেব না। আমাদের কৌশলগত বাহিনী সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত।’
রাশিয়ার সেনাদের ইউক্রেনে অগ্রসর হওয়ার এবং দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করার পর তিনি পঞ্চম মেয়াদে শপথ নেওয়ার ঠিক পরেই বিজয় দিবসে জাতির উদ্দেশে পুতিনের এই ভাষণ আসলো।
এর দুই দিন আগে অনুষ্ঠিত একটি জমকালো অনুষ্ঠানে তিনি রাশিয়ানদের বিজয় এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এদিকে, ৭১ বছর বয়সি এই নেতা চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ার নৌবাহিনী এবং সামরিক বাহিনীকে পারমাণবিক অস্ত্রের মহড়া চালানোর নির্দেশ দিয়েছিলেন।