গাজায় গণহত্যা প্রতিরোধের নির্দেশের পরদিন ১৭৪ জনকে হত্যা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-27 21:36:20

গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গত ২৪ ঘন্টায় ১৭৪ ফিলিস্তিনি নিহত ও ৩১০ জন আহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জনিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক বিচার আদালত গণহত্যা প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়ার পরে ইসরায়েল গাজায় বোমা হামলা জোরদার করছে।

এতে ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ২৫৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছে আরো ৬৪ হাজার ৭৯৭ জন।

এদিকে জাতিসংঘের জানিয়েছে, ইসরায়েলি আক্রমণের ফলে গাজার জনসংখ্যার ৮৫ শতাংশ খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ওই অঞ্চলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এ সম্পর্কিত আরও খবর