গাজায় দাতাদের সাহায্য অব্যাহত রাখার আহ্বান জাতিসংঘ প্রধানের

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-28 13:52:00

দাতা দেশগুলোর প্রতি এক বিবৃতিতে গাজায় মানবিক ত্রাণসহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্টিনিও গুতেরেস।

তিনি বলেন, ‘আমি আপনাদের (দাতা দেশ) উদ্বেগের কথা বুঝতে পারছি। অভিযোগের বিষয়টিও উপলব্ধি করি। আপনাদের কাছে আমার আবেদন, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সহায়তা সংস্থার (ইউএনআরএডব্লিউ) কাজ চলমান রাখার জন্য ত্রাণসহায়তা অব্যাহত রাখুন’।

রোববার (২৮ জানুয়ারি) ফ্রান্সের বার্তাসংস্থা এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) বরাত দিয়ে সংবাদমাধ্যম ব্যারনস এ খবর জানায়।

ইসরায়েল ইউএনআরএডব্লিউ-এর কাছে অভিযোগ করে, সংস্থার সদস্যরা ইসরায়েলে হামলার সময় হামাসকে সহায়তা করেছেন। এরপরেই ১২ সদস্যকে অব্যাহতি দেয় সংস্থাটি।

তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় তারা হামাসকে ইউএনআরএডব্লিউ-এর যানবাহন ও অন্যান্য সুবিধা দিয়ে সাহায্য করেন। শনিবার ইসরায়েল জানায়, যুদ্ধ শেষ হলে ইউএনআরএডব্লিউ-কে গাজা উপত্যকা থেকে আর কাজ করতে দেওয়া হবে না। এর পরেই মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাসহ মোট আটটি দেশ সংস্থাটিকে অর্থ সহায়তা স্থগিতের ঘোষণা করে।

 

এ সম্পর্কিত আরও খবর