ড্রোন হামলায় নিহত ৩ সেনার নাম প্রকাশ করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-30 17:02:58

জর্ডান সীমান্তে ড্রোন হামলায় নিহত তিন সেনার নাম প্রকাশ করেছে মার্কিন সরকার। রবিবার (২৮ জানুয়ারি) চালান ঐ হামলায় আরও ৪০ জনেরও বেশি সেনা আহত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার জর্ডানে সামরিক ঘাঁটির হাউজিং ইউনিটে শত্রুর ড্রোন হামলায় নিহত তিন সেনার নাম প্রকাশ করেছে মার্কিন সরকার। নিহতরা হলেন- সার্জেন্ট উইলিয়াম জেরোম রিভারস (৪৬), বিশেষজ্ঞ কেনেডি ল্যাডন স্যান্ডার্স (২৪) এবং বিশেষজ্ঞ ব্রেওনা অ্যালেক্সসন্ড্রিয়া মফেট (২৩)।

মার্কিন যুক্তরাষ্ট্র ইরান-সমর্থিত গ্রুপগুলিকে দায়ী করেছে এবং পেন্টাগন বলেছে যে এটি হিজবুল্লাহর "পদচিহ্ন" বহন করেছে।

পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেছেন, "আমরা যুদ্ধ চাই না, তবে আমরা ব্যবস্থা নেব এবং আমাদের বাহিনীর উপর হামলার জবাব দেব।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, হামলায় যে ড্রোনটি ব্যবহৃত হয়েছে সেটি ইরানের তৈরি বলে মনে হচ্ছে বলে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন। ওই কর্মকর্তা বলেন এই ড্রোনটি ‘শাহেদ ড্রোনের মতো’। এই ধরণের ড্রোন ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে সরবরাহ করছে ইরান।

তবে ইরান যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যেরহামলা চালানোর অভিযোগ অস্বীকার করে দিয়েছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান সমর্থিত কট্টর গোষ্ঠী এ হামলা চালিয়েছে এবং ‘এর জবাব দেওয়া হবে’।

গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাসের সংঘাত শুরুর পর ওই অঞ্চলে এই প্রথম কোনও মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল।

এ সম্পর্কিত আরও খবর