গাজায় ২৫ শতাংশ ইসরায়েলি জিম্মি মারা গেছে : আইডিএফ

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-07 21:32:29

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, গত ৭ অক্টোবরের রক্তক্ষয়ী আক্রমণের পর থেকে হামাসের হাতে বন্দী থাকা বাকি জিম্মিদের মধ্যে ২৫ শতাংশ পর্যন্ত মারা গেছে।

তবে অন্য একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এই সংখ্যা আরও বেশি হতে পারে।

আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা পশ্চিম জেরুজালেম ৩১টি পরিবারকে অবহিত করেছি যে, তাদের প্রিয়জন যারা জিম্মি, তারা আর বেঁচে নেই এবং আমরা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি।’

তবে কিভাবে তারা প্রাণ হারিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে একটি স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি চুক্তির পর কয়েক ডজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস।

বর্তমানে গোষ্ঠীটির হাতে প্রায় ১৩৬ জিম্মি আছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে একটি গোপনীয় মূল্যায়নের ভিত্তিতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হামাসের হাতে জিম্মিদের মধ্যে নিশ্চিত মৃতের সংখ্যা কমপক্ষে ৩২।

কিন্তু, সরকারি তথ্যের সঙ্গে অমিলের পেছনে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

এ সম্পর্কিত আরও খবর