যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় করেছে ইরান

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-11 17:29:35

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহসহ গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চার মাস ধরে চলমান যুদ্ধের মধ্যেই ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা বিনিময় করেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান।

রয়টার্স জানিয়েছে আমিরাবদুল্লাহিয়ান শনিবার (১০ ফেব্রুয়ারি) বৈরুতে দিনব্যাপী সফরের মধ্যে এক সংবাদ সম্মেলনে অনুবাদকের মাধ্যমে বলেন, ‘‘এই যুদ্ধের সময় এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা বিনিময় হয়েছে।’

তিনি বলেন, ‘তেহরানকে ইরান সমর্থিত হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধে ব্যাপকভাবে কিংবা সম্পূর্ণভাবে জড়িত না হওয়ার জন্য অনুরোধ করেছে ওয়াশিংটন।’

হিজবুল্লাহ তার ফিলিস্তিনি মিত্র হামাসকে সমর্থন করার জন্য লেবানন-ইসরায়েল সীমান্ত বরাবর ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে প্রায় প্রতিদিনই গুলি এবং গোলা বিনিময় করছে।

এ ছাড়াও ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে পূর্ণ ভীতিজনক যুদ্ধ শুরু করে তবে শেষ পর্যন্ত লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছে হিজবুল্লাহ।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের মারাত্মক আন্তঃসীমান্ত হামলা চালানোর পর ইসরায়েল যুদ্ধ শুরু করেছে। ওই হামলার লক্ষ্য হামাসকে ধ্বংস করা বলে দাবি করেছে তেল আবিব।

এই সংঘাত পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে এবং এই মাসের শুরুতে জর্ডানে মার্কিন সেনাদের উপর মারাত্মক হামলার প্রতিশোধ হিসেবে ইরাক, সিরিয়া এবং ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলির বিরুদ্ধে হামলা চালায় ওয়াশিংটন।

লেবাননের বিরুদ্ধে বৃহত্তর যুদ্ধের দিকে কোনও পদক্ষেপ না নেওয়ার বিরুদ্ধে শনিবার আমিরবদুল্লাহিয়ান ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ‘লেবাননের দিকে হাত বাড়ালে এটাই হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শেষ দিন।’

তিনি আরও বলেন, ‘ইরান গাজা যুদ্ধের অবসানের একমাত্র উপায় হিসেবে রাজনৈতিক সমাধান দেখেছে।’

আমিরাবদুল্লাহিয়ান তার লেবাননের প্রতিপক্ষ আবদুল্লাহ বু হাবিবের সঙ্গে শনিবারের সংবাদ সম্মেলনে বলেন, ‘ইরান এবং লেবানন নিশ্চিত করে যে, যুদ্ধ সমাধান নয় এবং আমরা কখনই এটিকে প্রসারিত করার চেষ্টা করিনি।’

তিনি আরও বলেন, গাজায় বৈরিতার রাজনৈতিক সমাধানে সৌদি আরবের সঙ্গে তেহরান আলোচনা করছে।

আমিরাবদুল্লাহিয়ান শনিবার লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পার্লামেন্টের স্পিকার এবং হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন।

হিজবুল্লাহর আল-মানার টেলিভিশন জানিয়েছে, ‘পররাষ্ট্রমন্ত্রী এবং নাসরুল্লাহ গাজা এবং দক্ষিণ লেবাননের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন।’

সিরিয়ার মিডিয়া অনুসারে আমিরাবদুল্লাহিয়ান সিরিয়া সফরে যাচ্ছেন এবং সেখানেও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ সম্পর্কিত আরও খবর