ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-16 15:20:17

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে বলেছেন, তিনি ফিলিস্তিন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতির পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ সন্ত্রাসবাদের জন্য একটি বিশাল পুরস্কার প্রদান করবে।

নেতানিয়াহুর মন্তব্য প্রভাবশালী ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোট্রিচের অনুরূপ প্রত্যাখ্যান অনুসরণ করে। তারা দ্য ওয়াশিংটন পোস্টে এই পরিকল্পনার প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন।

বেশ কয়েকজন মার্কিন ও আরব কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তির জন্য একটি ব্যাপক পরিকল্পনা নিয়ে বেশ কয়েকটি আরব দেশের সঙ্গে কাজ করছে।

পত্রিকাটি জানিয়েছে, এই পরিকল্পনায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দৃঢ় সময়সীমা অন্তর্ভুক্ত ছিল।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ হিব্রু ভাষায় একটি পোস্টে নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েল একটি ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতির বিরোধিতা অব্যাহত রাখবে।’

তিনি বলেন,‘এ ধরনের স্বীকৃতি ৭ অক্টোবরের হামলার পরিপ্রেক্ষিতে নজিরবিহীন সন্ত্রাসবাদের জন্য একটি বিশাল পুরষ্কার প্রদান করবে এবং ভবিষ্যতের শান্তি চুক্তিতে বাধা দেবে।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েল স্পষ্টভাবে ফিলিস্তিনিদের সঙ্গে একটি স্থায়ী বন্দোবস্ত সংক্রান্ত আন্তর্জাতিক নির্দেশ প্রত্যাখ্যান করে।’

তার ভাষ্য মতে, একটি শান্তি চুক্তি নিয়ে শুধুমাত্র পূর্ব শর্ত ছাড়াই সরাসরি আলোচনা হতে পারে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, অন্তত ছয় সপ্তাহ স্থায়ী যুদ্ধবিরতি দিয়ে পরিকল্পনাটি নিয়ে আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে। কর্মকর্তারা আশা করছেন, ১০ মার্চ মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে যুদ্ধ বিরতির একটি চুক্তিতে পৌঁছানো যেতে পারে।

এ সম্পর্কিত আরও খবর