নিকি হ্যালিকে ‘রানিং মেট’ ভাবছেন না ট্রাম্প
যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাকলিকান দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালিকে রানিং মেট হিসেবে বিবেচনা করছেন না ডোনাল্ড ট্রাম্প।
আসন্ন নির্বাচনে নিকি হ্যালিকে রানিং মেট হিসেবে বিবেচনা করা হলেও শনিবার (১১ মে) এমন কথা বললেন ট্রাম্প।
নিউজ সাইট অ্যাক্সিয়সের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, নিকি হ্যালিকে ভিপি পদে বিবেচনা করা হচ্ছে না।
এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত কয়েকজনের বরাত দিয়ে অ্যাক্সিয়স নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট পদে ট্রাম্পকে জিতাতে নিকি হ্যালিকে সর্বাত্মক সহযোগিতা করলে তিনি এ পদে বিবেচিত হতে পারেন। এছাড়া ট্রাম্পের কারাদণ্ড এড়াতে তিনি যদি অর্থ সহযোগিতা করেন তাহলে ট্রাম্প তাকে এ পদে বিবেচনা করতে পারেন।
নিকি হ্যালি দক্ষিণ ক্যারোলিনার সাবেক গভর্নর এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত মার্চে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী পদে ট্রাম্পের কাছে হেরে যান।
এদিকে ট্রাম্পের এমন মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি তিনি। তবে তিনি স্বীকার করেছেন তার প্রেসিডেন্ট প্রার্থী হওয়াকে ট্রাম্প সব সময়ই ছোট করে দেখেছেন।