ভারত ছাড়তে বাধ্য হলেন ফরাসি সাংবাদিক

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-18 16:13:07

অবশেষে ভারত ছাড়তে বাধ্য হলেন ভানেসা দুনাক। গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) চলে যাওয়ার আগে বিবৃতি দিয়েছেন তিনি, যা শুরুতেই তিনি লিখেছেন, ‘চোখে জল নিয়ে কথাগুলো লিখছি।’

টাইমস নাউ নিউজ বলেন, ভানেসা লিখেছেন, ‘আজ আমি ভারত ছেড়ে যাচ্ছি, যে দেশে পঁচিশ বছর আগে ছাত্রী হয়ে এসেছিলাম। যেখানে ২৩ বছর সাংবাদিকতা করেছি। যে জায়গায় আমার বিয়ে হয়েছে। সন্তানকে বড় করেছি। যাকে আমি নিজের ঘর ভাবি।’

নিজের ইচ্ছায় চলে যাচ্ছেন না জানিয়ে ভানেসা লিখেছেন, ‘চাপ দিয়ে আমাকে দেশছাড়া করাচ্ছে ভারত সরকার।’

ফ্রান্স, সুইডেন এবং বেলজিয়ামের বিভিন্ন সংবাদপত্রের দক্ষিণ এশিয়ার প্রতিনিধি ভানেসা। নয়াদিল্লি থেকে কাজ করতেন।

বিবাহসূত্রে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী ভানেসা লিখেছেন, ‘গত মাসে আমাকে নোটিশ দিয়ে বলা হয়, আমি এবং আমার প্রতিবেদনগুলো বিদ্বেষপূর্ণ, ভারতের ঐক্য এবং সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। কেন ওসিআই কার্ড বাতিল হবে না, তার কারণ দর্শাতে বলা হয়। দাবি করা হয়, আমার প্রতিবেদন শান্তি আর শৃঙ্খলাভঙ্গে উস্কানি দিতে পারে।’

প্রজাতন্ত্র দিবসে নয়াদিল্লির অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ প্রধান অতিথি ছিলেন। সেই সময় দুই দেশের প্রতিনিধি স্তরের আলোচনায় উঠেছিল ভানেসাকে দেওয়া নোটিশের বিষয়টি।

বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা দাবি করেন, ভারত যেভাবে বিষয়টিকে বিধিসম্মত দৃষ্টি থেকে যুক্তিকাঠামোয় সাজিয়েছে, তার প্রশংসা করেছে ফ্রান্স।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ২০২৩ সালের রিপোর্টে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতার প্রশ্নে ১৮০টি দেশের মধ্যে ভারত ছিল ১৬১ নম্বরে। স্বাধীন ভারতের ইতিহাসে যা সর্বনিম্ন।

এ সম্পর্কিত আরও খবর