সন্দেশখালি নিয়ে প্রথমবার মুখ খুললেন মমতা

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-18 21:28:18

সন্দেশখালির ঘটনা নিয়ে প্রথমবার মুখ খুললেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘তিলকে তাল করছে সংবাদমাধ্যম।’

এনডিটিভি রবিবার (১৮ ফেব্রুয়ারি) বীরভূমে এক প্রশাসনিক সভায় এই দাবি করেন তিনি।

একই সঙ্গে তিনি দাবি করেন যে, তার নির্দেশেই শিবু হাজরার বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে অভিযোগ দায়ের করেছে পুলিশ।

মমতা বলেন, ‘বিএসএফকে লেলিয়ে দিয়েছে। চোপড়ায় চারটি শিশুর মৃত্যু হয়েছে। কয়টা টিম সেখানে গিয়েছে? বিলকিস মারা গিয়েছিল কয়টা টিম গিয়েছিল? দলিতদের ওপর অত্যাচার হচ্ছে কয়টা টিম গিয়েছিলেন? তফশিলিদের ওপর অত্যাচার হলে কয়টা টিম যায়? কিন্তু, বাংলায় জট পাকানোর চেষ্টা করছেন তারা। আমরা জট খোলার চেষ্টা করি। কোনও মানুষের ওপর অত্যাচার হলে আমাদের সরকার ব্যবস্থা নেয়।’

মমতার দাবি, ‘ঘটনাটা ঘটানো হয়েছে। তারপর বন্ধু বিজেপি সেখানে ঢুকেছে ইডিকে সঙ্গে নিয়ে। আর কিছু মিডিয়া ঢুকেছে। ঢুকে তিলকে তাল করছে। শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। আমি তাদের বলতে চাই, আমি অফিসার পাঠাবো। যার যা অভিযোগ আছে তারা শুনবে। যদি কেউ মনে করে, কারও কাছ থেকে কেউ কিছু নিয়েছে, সবই ফেরত দেওয়া হবে। আমি যা বলি, সেটা করি।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘কোনও নারী আজ পর্যন্ত কোনও অভিযোগ করেনি, এফআইআর করেনি। আমি পুলিশকে বলেছি, স্বপ্রণোদিত মামলা করো। আমাদের ব্লক প্রেসিডেন্টও গ্রেফতার হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর