বাধা পেরিয়ে সন্দেশখালির পথে সিপিএম নেত্রীরা

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-20 15:37:58

ভারতের পশ্চিমবঙ্গের সন্দেশখালির যাওয়ার পথে ধামাখালিতে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আটকে দেওয়া হয় বৃন্দা কারাটের নেতৃত্বাধীন সিপিএমের নারী নেত্রীদের। তারপর প্রশাসনের অনুমতিতেই সন্দেশখালির পথে রওনা দেন বৃন্দা, কণীনিকা ঘোষ, জাহানারা খানেরা।

বৃন্দা এনডিটিভিকে বলেন, ‘প্রথমে আমাদের আটকানো হয়েছিল। তারপর আমরা প্রশাসনের কাছে জানতে চাই কেন বাধা দেওয়া হচ্ছে। কিন্তু, তারা কোনও সদুত্তর দিতে পারেনি। শেষে অনুমতি দিতে বাধ্য হয়।’

বৃন্দাদের অনুমতি দেওয়ার কিছুক্ষণ আগেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের সন্দেশখালি যাওয়ার অনুমতি দিয়েছেন।

অনেকের মতে, সেই কারণেই হয়তো বৃন্দাদের সন্দেশখালি যাওয়ার অনুমতি মিলেছে। কারণ, ওই রায় কোনও নির্দিষ্ট ব্যক্তি বা দলের জন্য নয়, বরং সার্বিকভাবেই প্রযোজ্য।

গত সোমবার রাতে সিপিএমের পক্ষ থেকে জানানো হয়, দলের পলিটব্যুরোর সদস্য বৃন্দা কলকাতায় আসছেন। মঙ্গলবার সকালে তিনি কলকাতায় পৌঁছান। তারপর রওনা হন সন্দেশখালির উদ্দেশে।

এর আগেও কণীনিকা, মিনাক্ষী মুখোপাধ্যায়েরা সন্দেশখালিতে যেতে গিয়ে বাধােমেুখে পড়েছিলেন। যদিও তখন ১৪৪ ধারা প্রত্যাহারসহ বিবিধ ঘটনা ঘটেনি। সদ্য তখন সন্দেশখালির সাবেক সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার গ্রেফতার হয়েছিলেন। এখনও তিনি জেল হেফাজতেই রয়েছেন।

জানা গেছে, সন্দেশখালির গ্রামে গ্রামে ঘুরে নারীদের সঙ্গে কথা বলার পরিকল্পনা রয়েছে সিপিএম নেত্রীদের।

বৃন্দা সন্দেশখালিতে পৌঁছনোর আগে বলেন, ‘ধমাখালিতেই দেখছি মানুষের চোখেমুখে ভয়, আতঙ্ক। আরও প্রত্যন্ত এলাকায় কী অবস্থা সেটাই ভাবছি।’

এ সম্পর্কিত আরও খবর