বেলারুশের বর্তমান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তিনি ২০২৫ সালে আবার প্রেসিডেন্ট পদে লড়বেন।
বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেলটিএ’র বরাতে খবরটি রবিবার (২৫ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছে রয়টার্স।
লুকাশেঙ্কো সংসদীয় এবং স্থানীয় কাউন্সিল নির্বাচনে ভোট দেওয়ার পর একটি ভোটকেন্দ্রে সাংবাদিকদের বলেন, ‘তাদের (নির্বাসিত বিরোধীদের) বলুন, যে আমি আবার লড়বো।’
তিনি আরও বলেন, ‘কেউ দায়িত্বশীল কোনও প্রেসিডেন্টকে পরিত্যাগ করবে না।’
উল্লেখ্য, ৬৯ বছর বয়সি লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে বেলারুশ শাসন করছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্রদের একজন।
বেলটিএ জানিয়েছে তিনি একটি ফলো-আপ প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমরা এখনও প্রেসিডেন্ট নির্বাচন থেকে এক বছর দূরে রয়েছি। এর মধ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে।’
তিনি আরও বলেন, ‘স্বাভাবিকভাবেই আমি এবং আমরা সবাই আমাদের সমাজে যে পরিবর্তনগুলি ঘটবে তাকে স্কাগত জানাবো। আমি ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বো।’